Indian Cricket: এ বার রাহানে, পূজারাও নেই শ্রীলঙ্কা সিরিজে!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 10, 2022 | 9:20 PM

বোর্ডের এক কর্তা বলেন, 'নির্বাচকরা নতুন মুখ চাইছে। নির্বাচকরা প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বলেছে। কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছে।'

Indian Cricket: এ বার রাহানে, পূজারাও নেই শ্রীলঙ্কা সিরিজে!
অজিঙ্কা রাহানে। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) নতুন রূপে ঢেলে সাজানোর পরিকল্পনায় নির্বাচকরা। বোর্ড (BCCI) সূত্রে খবর, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারাকে ইতিমধ্যেই একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচকরা। শোনা যাচ্ছে একই সঙ্গে অজিঙ্কা রাহানেকেও (Ajinkya Rahane) সতর্ক করেছেন নির্বাচকরা। কিন্তু কোনওটাই সরকারি ভাবে নয়। মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়েছে ঋদ্ধি-ইশান্তদের। কি সেই সতর্কবার্তা? মার্চেই দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলের বাইরেই রাখা হচ্ছে এই চার ক্রিকেটারকে। ভবিষ্যতের দিকে তাকিয়েই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।

বোর্ডের এক কর্তা বলেন, ‘নির্বাচকরা নতুন মুখ চাইছে। নির্বাচকরা প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বলেছে। কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছে।’

আসন্ন রঞ্জি ট্রফিতে ভালো খেলে কামব্যাকের সুযোগ থাকছে চেতেশ্বর পূজারা আর অজিঙ্কা রাহানের সামনে। তবে ইশান্ত শর্মা আর ঋদ্ধিমান সাহাকে হয়তো আর চাইছেন না নির্বাচকরা। সূত্রের খবর, নির্বাচকরা আন্দাজ করতে পেরেছেন ইশান্ত আর ঋদ্ধি তাদের সেরা সময়টা ফেলে এসেছেন। তাই এই দু’জনকে আর দলে ফেরানোর কথা ভাবছে না থিঙ্ক ট্যাঙ্ক। যদিও পূজারা আর রাহানের জন্য একটা শেষ সুযোগ থাকছে।

একটি ইন্টারভিউতে রাহানে সাফ বলছেন, ‘আমি খুব ভালো করে জানি, অস্ট্রেলিয়া সফরে কী করেছিলাম। কিন্তু আমি কখনওই কোনও কিছুর জন্য কৃতিত্ব দাবি করি না। ওই সিরিজে আমি কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। যার কৃতিত্ব অন্য কেউ নিয়ে গিয়েছে। আমার কাছে একটাই ব্যাপার গুরুত্বপূর্ণ ছিল, যে কোনও মূল্যে সিরিজটা জেতা।’

অস্ট্রেলিয়া সফরে ২-১ সিরিজ জিতেছিল ভারত। ওই ঐতিহাসিক সিরিজ জয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানেই। বিরাট ওই সময় নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। ওই সফরেই শেষ সেঞ্চুরি এসেছিল রাহানের ব্যাট থেকে। ঘটনা হল, খারাপ ফর্মে থাকা রাহানের এই সাফল্য় সবাই ভুলে গিয়েছেন। এই মুহূর্তে রাহানে রঞ্জি ট্রফিতে ফোকাস করছেন। যাতে আবার রান পেয়ে ফিরতে পারেন সিনিয়র টিমে।

রাহানে বলছেন, ‘লোকে যখন বলে আমার টেস্ট কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, তখন আমার হাসি পায়। যারা খেলাটা বোঝে, তারা এ কথা কোনও ভাবেই বলবে না। সবাই জানে অস্ট্রেলিয়ায় কী হয়েছিল, এমনকি তার আগেও। লাল বলের ক্রিকেটে আমার অবদানের কথা যারা জানে, তারা এ ভাবে কখনওই বলবে না। নিজের ক্ষমতা সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি যথেষ্ট ভালো ব্যাটিং করছি। বিশ্বাস করি, আমার মধ্যে এখনও যথেষ্ট ক্রিকেট বাকি রয়েছে।’

আরও পড়ুন: India vs West Indies 2022: রোহিতের প্রশংসাই আমার কাছে প্রাপ্তি: প্রসিধ

Next Article