নয়াদিল্লি: আর মাত্র এক মাসের অপেক্ষা। ভারতের মাটিতে আবার বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। তবে বদলে যেতে চলেছে আইপিএল (IPL) শুরু হওয়ার দিন। এতদিন জানা গিয়েছিল ২৭ মার্চ শুরু হবে আইপিএল এর ১৫তম (IPL 15) সংস্করণ। তবে সূত্রের খবর অনুযায়ী তার বদলে একদিন আগে অর্থাৎ ২৬ মার্চ শুরু হতে চলেছে এ বারের আইপিএল। আট দলের বদলে দশ দলের আইপিএল-১৫ হতে চলেছে। টুর্নামেন্টের লিগ পর্বের খেলা হবে মুম্বই ও পুনেতে। বিসিসিআইয়ের (BCCI) কাছে টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলের তরফে অনুরোধ করা হয়েছিল, ২৭ মার্চের পরিবর্তে ২৬ মার্চ থেকে আইপিএল শুরু করার বিষয়ে ভেবে দেখার জন্য। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, ২৬ মার্চ থেকে আইপিএল শুরুর পরিকল্পনা নিয়েই সূচি তৈরির শেষ পর্যায়ের কাজও শুরু করে দিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “সম্ভবত পরের সপ্তাহেই পূর্ণাঙ্গ সূচি পেয়ে যাওয়ার কথা। আমরা এখনও মুম্বইয়ের কয়েকটা ভেনু নিয়ে কাজ করছি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো শহরে আইপিএল হবে, এবং সেই অনুযায়ী তাদের বুকিং করে নিতেও বলা হয়েছে। মুম্বই এবং পুনেতে লিগ পর্বের খেলা হবে। এবং আমরা সম্ভবত ২৬ মার্চ টুর্নামেন্ট শুরু করব।”
আইপিএলের মেগা নিলাম হওয়ার আগে থেকেই টুর্নামেন্টের শুরু হওয়ার দিন নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বোর্ডের তরফেও জানানো হয়েছিল যে মার্চ মাসের শেষেই শুরু হবে আসন্ন আইপিএল। তখন থেকেই শোনা যাচ্ছিল, ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। তবে বর্তমানে জানা যাচ্ছে, সম্প্রচারকারী সংস্থার অনুরোধেই নাকি এমন ভাবনা চিন্তা। যদিও এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং আগামী সপ্তাহেই আইপিএলের সূচি প্রকাশ হতে পারে। এমনটাও জানা যাচ্ছে।
আরও পড়ুন: BCCI: ২ মার্চ বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে একগুচ্ছ অ্যাজেন্ডা