BCCI: ২ মার্চ বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে একগুচ্ছ অ্যাজেন্ডা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 21, 2022 | 6:17 PM

এছাড়া বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে। কোভিডের বাড়বাড়ন্তের কারণে সিকে নাইডু ট্রাফি আর মেয়েদের সিনিয়র টি-২০ টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। রঞ্জি ট্রফি স্থগিত হয়ে গেলেও ফের সূচি তৈরি করে শুরু হয়ে যায় রঞ্জি। কিন্তু সিকে নাইডু ট্রফি আর মেয়েদের টি-২০ টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক হবে ওই বৈঠকে।

BCCI: ২ মার্চ বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে একগুচ্ছ অ্যাজেন্ডা
২ মার্চ বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। ছবি: BCCI

Follow Us

মুম্বই: মার্চের ২ তারিখ বোর্ডের (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের মিটিং। বেশ কয়েকটি বিষয় নিয়ে এ বার আলোচনা হতে পারে বোর্ডের সেই সভায়। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সামনের সপ্তাহে ফিরে আসলেই অনুষ্ঠিত হবে এই সভা। স্ত্রী ও মেয়ের সঙ্গে ছুটি কাটাতে এই মুহূর্তে লন্ডনে গিয়েছেন তিনি। রোহিত শর্মা (Rohit Sharma), মিতালি রাজদের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে আলোচনা হতে পারে বোর্ডের সেই সভায়। অর্থাৎ ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নিয়ে আলোচনা হবে ওই অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে। সামনের বছর দেশের মাঠে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার জন্য এখন থেকেই আসরে নামছে বোর্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপের জন্য লোকাল অরগানাইজিং কমিটি তৈরি করবে বিসিসিআই। ওই অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়েই সেই কমিটি তৈরি হবে।

 

এছাড়া বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে। কোভিডের বাড়বাড়ন্তের কারণে সিকে নাইডু ট্রাফি আর মেয়েদের সিনিয়র টি-২০ টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। রঞ্জি ট্রফি স্থগিত হয়ে গেলেও ফের সূচি তৈরি করে শুরু হয়ে যায় রঞ্জি। কিন্তু সিকে নাইডু ট্রফি আর মেয়েদের টি-২০ টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক হবে ওই বৈঠকে। বোর্ড সূত্রের খবর, ১৪টি বিষয় নিয়ে আলোচনা হতে পারে উক্ত সভায়।

 

জুনেই দেশের মাঠে খেলতে আসবে দঃ আফ্রিকা। ওই সিরিজের ভেনু নিয়েও আলোচনা হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে। গেম ডেভলেপমেন্ট ধীরজ মালহোত্রার পদত্যাগের পর নতুন করে সেই পদে কাউকে নিয়োগ করা হয়নি। নতুন পদাধিকারীর নামও ঘোষণা হতে পারে ওই দিনের সভায়। ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩১ মার্চ। নতুন স্পনসর কেউ আসবে কিনা কিংবা পুরনো স্পনসরের সঙ্গেই বোর্ড মেয়াদ বাড়াবে কিনা তাও আলোচনা হবে ও দিনের অ্যাপেক্সের বৈঠকে। এছাড়া রাজ্য সংস্থাগুলির অনুদানও বাড়াতে পারে বোর্ড। যৌন নিগ্রহ থেকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের রক্ষা করতে নতুন আইনও আনতে চলেছে বিসিসিআই।

 

 

আরও পড়ুন: India vs Sri Lanka: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ ঘোষণা শ্রীলঙ্কার, চোটে নেই তিন প্লেয়ার

Next Article
India vs Sri Lanka: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ ঘোষণা শ্রীলঙ্কার, চোটে নেই তিন প্লেয়ার
IPL 2022: আইপিএল শুরুর দিনক্ষণ বদলাতে পারে, শীঘ্রই হবে সূচি ঘোষণা