কলকাতা: ভারতের মাটিতে একদিকে চলছে ১৭তম আইপিএল (IPL)। এরই মাঝে পরের আইপিএল নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে বোর্ড। এ বছর রয়েছে আইপিএলের মেগা নিলাম। ২০২৫ সালের আইপিএলের জন্য যে মেগা নিলাম হবে, তাতে থাকছে বড় চমক। সূত্রের খবর অনুযায়ী, ১৭তম আইপিএলের মাঝেই ১০ ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বোর্ডের এক মিটিং হবে। এই মিটিংয়ে আলোচনা হওয়ার কথা, প্রতিটি টিম কতজন ক্রিকেটারকে মেগা নিলামের (IPL Auction) আগে ধরে রাখতে পারবে সেই বিষয়ে।
এ বারের আইপিএল শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, ১০ ফ্র্যাঞ্চাইজি আগের থেকে বেশি ক্রিকেটারদের রিটেন করতে চান। এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে বোর্ডের এক সূত্র বলেছেন, ‘আপাতত বিষয়গুলো খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বোর্ড সুপারিশ চাইছে। তার মধ্যে ক্রিকেটার রিটেন করার বিষয়টি নিয়ে বেশি আলোচনা চলছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি আটজন ক্রিকেটারকে ধরে রাখার পক্ষে।’
গত বারের আইপিএলের মেগা নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চার জন করে ক্রিকেটারদের রিটেন করতে পেরেছিল। এবং একজন ক্রিকেটারের জন্য ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করতে পেরেছিল। সেক্ষেত্রে মোট ৫ জন ক্রিকেটারকে এর আগে ধরে রাখতে পারত ফ্র্যাঞ্চাইজিগুলো। যার মধ্যে সর্বাধিক ২ জন বিদেশি ক্রিকেটারদের ধরে রাখার সুযোগ ছিল টিমগুলোর।
সূত্রের খবর অনুযায়ী, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো বার বার তাদের কোর টিম ভেঙে ফেলতে চাইছে না।যে কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর লক্ষ্য টিমের বেশি ক্রিকেটারদের ধরে রাখা। আবার এই সিদ্ধান্তের অনেকে আপত্তিও জানিয়েছে।’ এর থেকে পরিষ্কার বোর্ড ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে বৈঠক করার পর এ বিষয়ে নিশ্চিত ধারণা পাবে। এবং তা পরবর্তীতে প্রকাশ্যে আসবে। এই মিটিং হওয়ার কথা ১৬ এপ্রিল।
মেগা নিলাম হলেই ঢেলে নিজের দল সাজানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে জানা গিয়েছিল, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালের টুর্নামেন্টের মেগা নিলামের জন্য ৯০ কোটির জায়গায় ১০০ কোটি পার্সে নিয়ে আসরে নামতে পারবে।