Manoj Tiwary: বর্ষাপাড়ায় বাংলার নেতা মনোজ তিওয়ারির ব্যাটে রানের বর্ষণ, হাঁকালেন সেঞ্চুরি

Jan 27, 2024 | 11:00 AM

Ranji Trophy, Bengal vs Assam: অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর আগে মনোজ তিওয়ারির প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার জন্য প্রয়োজন ছিল ৩৮ রান। ফলে বর্ষাপাড়ায় অসমের বিরুদ্ধে প্রথম দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন। আজ, শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটে মনোজ তিওয়ারি ৩০তম শতরান করলেন।

Manoj Tiwary: বর্ষাপাড়ায় বাংলার নেতা মনোজ তিওয়ারির ব্যাটে রানের বর্ষণ, হাঁকালেন সেঞ্চুরি
অসমের বিরুদ্ধে বাংলার ক্যাপ্টেন মনোজের ব্যাটে রানের বর্ষণ...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বয়স তাঁর প্রায় চল্লিশের কাছাকাছি। কিন্তু তাঁর ব্যাটের তেজ এখনও তরুণ তুর্কিদের মতোই। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চলছে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা ও অসমের (Bengal vs Assam) ম্যাচ। চলতি রঞ্জি মরসুমে বাংলার অস্বস্তির জায়গা তাদের পাওয়া পয়েন্ট নিয়ে। অসমের বিরুদ্ধে ফুল মার্কস পাওয়ার জন্য যে কারণে মরিয়া হয়ে পড়েছে মন্ত্রীমশাই মনোজ তিওয়ারির (Manoj Tiwary) বাংলা। এখনও অবধি রঞ্জিতে অপরাজিত বাংলা। কিন্তু কাঙ্খিত জয়ও আসেনি। অসমের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ২৪২। দিনের শেষে ৬৮ রানে অপরাজিত ছিলেন মনোজ। সকলের নজর ছিল তাঁর শতরানের দিকে। দ্বিতীয় দিন বর্ষাপাড়ায় তিন অঙ্কের রানে পৌঁছে গিয়েছেন মনোজ তিওয়ারি।

অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর আগে মনোজ তিওয়ারির প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার জন্য প্রয়োজন ছিল ৩৮ রান। ফলে বর্ষাপাড়ায় অসমের বিরুদ্ধে প্রথম দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন। আজ, শনিবার প্রথম শ্রেণির ক্রিকেটে মনোজ তিওয়ারি ৩০তম শতরান করলেন। ২৬৩ বলে শতরান পূর্ণ করেন মনোজ। ইনিংস সাজানো ছিল ৯টি চার দিয়ে। কিন্তু সেঞ্চুরি করার পরের বলেই উইকেট দিয়ে বসেন মনোজ। আকাশ সেনগুপ্ত ফেরান বাংলার নেতা মনোজকে। তিনি যখন মাঠ ছাড়েন বাংলার স্কোর ছিল ৭ উইকেটে ৩০৭। প্রথম ইনিংসে বাংলা শেষ অবধি কত রান তোলে সেটাই দেখার।


উল্লেখ্য, অসমের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ১২০ রানে অপরাজিত ছিলেন ছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় দিন তিনি মাত্র ৫ রান করেই আউট হয়ে যান। মৃন্ময় দত্ত ফেরান অনুষ্টুপকে (১২৫)। তারপর বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল আউট হন শূন্যে।

Next Article