কলকাতা : প্রত্যাশা ছিল টানা দ্বিতীয় জয় এবং ৬ পয়েন্টের। হিমাচলের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ছিল বাংলা। ছয় পয়েন্টের জন্য শেষ দিন প্রয়োজন ছিল ৯টি উইকেট। সর্বসাকুল্যে এল তিন উইকেট। ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেল বাংলা। প্রথম ইনিংসে বাংলার ব্যাটিংয়ের শুরুটা বিপর্যয়ে হলেও অনবদ্য ভাবে ম্যাচে ফিরেছিল। তেমনই প্রথম ইনিংসে বোলারদের পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভরসা দেন সুদীপ ঘরামি, মনোজ তিওয়ারিরা। তবে বিশাল রানের পুঁজি নিয়েও হতাশ করল বোলিং বিভাগ। শেষ দিনের বিস্তারিত রিপোর্ট Tv9Bangla-য়।
সরাসরি জয়ের জন্য হিমাচল প্রদেশের প্রয়োজন ছিল ৪৭২ রান। প্রথম ইনিংসে মাত্র ১৩০ রানে অলআউট হওয়া হিমাচলের কাছে এই লক্ষ্য বিশাল। ৭৯-১ স্কোরে দিনের খেলা শুরু করে হিমাচল। প্রথম ইনিংসের নায়ক প্রশান্ত চোপরা এই ইনিংসেও নজর কাড়লেন। অঙ্কিত কলসির সঙ্গে বিশাল জুটি তাঁর। হিমাচলের দ্বিতীয় উইকেট পড়ে অঙ্কিতের। ৮২ রান করেন তিনি। চারে নামা অমিত কুমার গুরুতর চোটে মাঠ ছাড়েন (৩৮)। সরাসরি জয় এল না বাংলার। ধৈর্যশীল সেঞ্চুরি প্রশান্ত চোপরার (১০৯)। শেষ অবধি ৩৪৮-৪ স্কোরে দুই অধিনায়ক হাত মিলিয়ে নেন। বাংলার হয়ে ২ উইকেট সায়নশেখর মন্ডলের।
ম্যাচ শেষে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন,’শেষ দিনের পিচে ব্য়াটাররা সুবিধা পেয়েছেন। তবে প্রথম সেশনে আমরা হয়তো আরও ভালো বোলিং করতে পারতাম। দ্রুত কয়েকটা উইকেট নিতে পারলে ম্যাচের রং বদলাতে পারতো। নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়গুলি খেলার অংশ।’ প্রথম ম্যাচে ৬ পয়েন্ট নিয়েছিল বাংলা। এই ম্যাচে এল তিন পয়েন্ট। বাংলার তৃতীয় ম্যাচ অ্যাওয়ে। প্রতিপক্ষ নাগাল্যান্ড। অধিনায়ক মনোজ তিওয়ারি যোগ করলেন, ‘আশা করছি নাগাল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং সহায়ক পিচ পাব। অ্যাওয়ে ম্যাচে জিতে ফিরব।’