কলকাতা: সম্ভাবনা ছিলই। সত্যিও হল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত। হায়দরাবাদে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। বিশাখাপত্তনমে সমতা ফিরিয়েছে ভারত। বাকি তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা নিয়ে ব্যাপক জলঘোলা চলছিল। অবশেষে স্কোয়াড ঘোষণা হল। বেশ কিছু রদবদল হয়েছে। তেমনই স্কোয়াডে থাকা অনেকের ফিটনেসের দিকটাও দেখা হবে। বাংলা ক্রিকেটের জন্য সুখবর এই দল ঘোষণা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মুকেশ কুমারের মতো গত কয়েক বছর ধরেই বাংলার ধারাবাহিক পারফর্মার আকাশ দীপ। খেলেছেন আইপিএলেও। লাল-বলে তাঁর পারফরম্যান্স ‘আকাশ-ছোঁয়া’। সদ্য ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিন ম্যাচের মাল্টি ডে সিরিজ খেলেছে ভারত এ দল। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ২-০ জিতেছে ভারত এ দল। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আকাশ দীপের। দুটি ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন আকাশ দীপ।
ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে সিরিজ শেষ হতেই বাংলা দলে যোগ দিয়েছেন আকাশ। কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচও খেলছেন। বাংলা-কেরল রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিন এল সেই সুখবর। ভারতের স্কোয়াডে এখন কার্যত নিয়মিত মুকেশ কুমার। টেস্ট স্কোয়াডে রয়েছেন। বিশাখাপত্তনম টেস্টে বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন মুকেশই। তার আগে দক্ষিণ আফ্রিকায় কেপটাউন টেস্টে খেলেছিলেন। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন।
মুকেশ কুমার টেস্ট স্কোয়াডে এ বার বাংলার বোলিং পার্টনার আকাশ দীপকে পেলেন। রঞ্জি ট্রফি, ভারত এ দলের পর প্রথম বার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন আকাশ দীপ। প্রথম শ্রেনির ক্রিকেটে ২৯ ম্যাচে ১০৩টি উইকেট রয়েছে আকাশ দীপের। চলতি রঞ্জিতে কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১ উইকেট নিয়েছেন। এ বার টেস্ট অভিষেকের অপেক্ষা।