কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) বাকি থাকা তিন টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হল। শনি-সকালে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলিতে নেই বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণে তাঁকে পাওয়া যাচ্ছে না। বোর্ড কোহলির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। রোহিতদের অবশ্য একটাই স্বস্তি যে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে বাকি থাকা তিন টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে। কিন্তু একইসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের (BCCI) মেডিকেল টিম লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে পুরোপুরি ফিট বললে তাঁরা বেন স্টোকসদের বিরুদ্ধে বাকি থাকা তিন টেস্টে খেলতে পারবেন। কেমন হল ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শেষ ৩ টেস্টের স্কোয়াড? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
১৩ বছরের টেস্ট কেরিয়ারে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলি এই প্রথম বার পুরো টেস্ট সিরিজ খেলতে পারলেন না। ইংল্যান্ড সিরিজের বাকি ৩ ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডে নেই শ্রেয়স আইয়ারও। পিঠ ও কুঁচকির চোটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে নেই মুম্বইয়ের ব্যাটার। অবশ্য বোর্ডের পক্ষ থেকে আলাদা করে এই তথ্য জানানো হয়নি। মহম্মদ সিরাজকে শেষ তিন টেস্টের জন্য আবার টিমে ফেরানো হয়েছে। বাংলার তারকা পেসার আকাশ দীপ প্রথম বার ডাক পেয়েছেন। ২৭ বছর বয়সী এই পেসার ইন্ডিয়া এ টিমের হয়ে ভালো খেলেছেন। তিনি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুই টেস্টে ১১টি উইকেট নিয়েছিলেন। এ বার যেন তারই পুরস্কার পেলেন আকাশ দীপ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ৩ ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশদীপ।
১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ টেস্ট হবে রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি থেকে। এবং পঞ্চম ও শেষ টেস্টটি হবে ধরমশালায় ৭ ফেব্রুয়ারি থেকে।