Virat Kohli: এক স্বর্ণযুগের অবসান… কোহলি-জিমি দ্বৈরথ থেকে বঞ্চিত ক্রিকেট প্রেমীরা

Feb 10, 2024 | 1:42 PM

India vs England: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার পর থেকেই দেশ-বিদেশের ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন এই সিরিজের আলাদা আকর্ষণ থাকবে কোহলি-অ্যান্ডারসন দ্বৈরথ। তা দেখার সুযোগ না পাওয়ায় হতাশা ঝরে পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ৪২ বছরের জিমি আর কতদিন খেলা চালিয়ে যাবেন তা বলা যাচ্ছে না। নেটিজ়েনরা ভাবা শুরু করে দিয়েছেন বিরাটের বিরুদ্ধে অ্যান্ডারসনকে হয়তো আর কখনও বল করতে দেখা যাবে না।

Virat Kohli: এক স্বর্ণযুগের অবসান... কোহলি-জিমি দ্বৈরথ থেকে বঞ্চিত ক্রিকেট প্রেমীরা
Virat Kohli: এক স্বর্ণযুগের অবসান... কোহলি-জিমি দ্বৈরথ থেকে বঞ্চিত ক্রিকেট প্রেমীরা

Follow Us

কলকাতা: এতদিন জল্পনা চলছিল বিরাট কোহলি (Virat Kohli) হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টে খেলবেন না। সেই জল্পনাই যেন ভালো ছিল। এমনটাই মনে করছেন কোহলি ভক্তরা। কারণ, শনি-সকালে বেন স্টোকসদের বিরুদ্ধে শেষ ৩টি টেস্টের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বোর্ড জানিয়ে দিয়েছে যে শেষ তিন টেস্টে খেলতে পারবেন না বিরাট কোহলি। এই খবর জানার পর থেকেই যেন সোশ্যাল মিডিয়া সাইট X এ ঝড় উঠেছে। বিরাটের ইংল্যান্ড সিরিজে না খেলায় মন ভেঙেছে একাধিক ক্রিকেট প্রেমীর। একইসঙ্গে অনেকেই বলা শুরু করেছেন এক স্বর্ণযুগের অবসান হল। কারণ এই টেস্ট সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন জিমি অ্যান্ডারসন। কিন্তু বিরাট পুরো সিরিজ মিস করায় কোহলি-জিমি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেট প্রেমীরা।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার পর থেকেই দেশ-বিদেশের ক্রিকেট প্রেমীরা ভেবেছিলেন এই সিরিজের আলাদা আকর্ষণ থাকবে কোহলি-অ্যান্ডারসন দ্বৈরথ। তা দেখার সুযোগ না পাওয়ায় হতাশা ঝরে পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ৪২ বছরের জিমি আর কতদিন খেলা চালিয়ে যাবেন তা বলা যাচ্ছে না। নেটিজ়েনরা ভাবা শুরু করে দিয়েছেন বিরাটের বিরুদ্ধে অ্যান্ডারসনকে হয়তো আর কখনও বল করতে দেখা যাবে না।

কেউ কেউ আবার বিরাট কোহলি ও জিমি অ্যান্ডারসনের টেস্ট ক্রিকেটে মুখোমুখি হওয়ার পরিসংখ্যানও তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া সাইট X এ।


বিরাট কোহলি ঘরের মাঠে এই প্রথম বার কোনও টেস্ট সিরিজ পুরোপুরি খেললেন না। তাঁর ১৩ বছরের টেস্ট কেরিয়ারে এমনটা এই প্রথম বার হল। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ড সিরিজে খেলছেন না বিরাট কোহলি। শোনা গিয়েছিল, কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার গর্ভবতী। কিন্তু এই খবর কতটা সত্য তা এখনও জানা যায়নি। আপাতত কোহলির শুভাকাঙ্খীরা চাইছেন তিনি যেন পুরোপুরি সুস্থ থাকেন এবং আরও শক্তিশালী হয়ে ২২ গজে কামব্যাক করেন।

Next Article