Vijay Hazare Trophy 2021-22: বিজয় হাজারে ট্রফি অভিযানে বাংলার প্রতিপক্ষ বরোদা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 07, 2021 | 7:02 PM

গত ২ বছর ধরে কোনও ম্যাচ হয়নি এই উইকেটে। তাই কিছুটা মাথাব্যথা বাংলার কোচ অরুণ লালের (Arun Lal)। কারণ অচেনা উইকেট কেমন চরিত্র নেবে তা বোঝা মুসকিল। তবুও বাংলার কোচ আশা করছেন ২৫০ রান এই উইকেটে যথেষ্ট হতে পারে।

Vijay Hazare Trophy 2021-22: বিজয় হাজারে ট্রফি অভিযানে বাংলার প্রতিপক্ষ বরোদা
বাংলা ক্রিকেট দল। ছবি: টুইটার

Follow Us

তিরুবন্তপুরম: কাল থেকে শুরু বোর্ডের ঘরোয়া একদিনের ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Mustaq Ali T-20) ভালো শুরু করেও শেষরক্ষা হয়নি। কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের (Karnataka) কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাকে (Bengal Cricket Team)। বিজয় হাজারে ট্রফিতে নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে বঙ্গব্রিগেড। বুধবার বাংলার সামনে বরোদা (Baroda)। রিহ্যাবের জন্য বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলছেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবু বিপক্ষকে আলাদা গুরুত্ব বঙ্গশিবিরের।

 

গত ২ বছর ধরে কোনও ম্যাচ হয়নি এই উইকেটে। তাই কিছুটা মাথাব্যথা বাংলার কোচ অরুণ লালের (Arun Lal)। কারণ অচেনা উইকেট কেমন চরিত্র নেবে তা বোঝা মুসকিল। তবুও বাংলার কোচ আশা করছেন ২৫০ রান এই উইকেটে যথেষ্ট হতে পারে। এ ছাড়া তিনি বলেন, ‘দীর্ঘদিন আমরা ৫০ ওভারের ক্রিকেটে খেলিনি। তাই কিছুটা হলেও এই টুর্নামেন্ট আমাদের কাছে কঠিন। তবু আমরা ভালোভাবে প্রস্তুত হয়েছি বিজয় হাজারের জন্য। দলে একটা ভারসাম্য রয়েছে। অনুষ্টুপ (Anustup Majumder), শ্রীবত্‍স (Sreevats Goswami), সুদীপদের (Sudip Chatterjee) মতো সিনিয়র ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিতে হবে।’

 

 

ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya), ধ্রুব প্যাটেলরা (Dhruv Patel) রয়েছেন বরোদার দলে। লড়াই মোটেই সহজ হবে না। বিজয় হাজারে ট্রফি খেলতে আসার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলার ক্রিকেটাররা। সেখানে দলের কম্বিনেশন দেখে নিয়েছেন কোচ অরুণ লাল (Arun Lal)। অনেক বছর বঙ্গ ক্রিকেটে সাফল্য নেই। ২ বছর আগে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল। বরোদাকে হারিয়ে বিজয় হাজারেতে শুভ সূচনার লক্ষ্যে বাংলা ক্রিকেট দল।

 

আরও পড়ুন: Harbhajan Singh: অবসর নিতে পারেন ভাজ্জি, দেখা যেতে পারে কোচের ভূমিকায়

Next Article