মুম্বই: চলতি আইপিএলে (IPL 2022) শুরুটা মন্থর করেও ট্র্যাকে ফিরেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের শুরুতে প্রথম ২টো ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের কাছে হারার পর, টানা চার ম্যাচে জিতে দারুন কামব্যাক করেছে নিজামের শহরের দল। গত মরসুমের লিগ টেবলের লাস্ট বয়দের সমীহ করছে অন্য দলগুলো। রবিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসের মুখে নেমেছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেই রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের মালিক হলেন ভুবি। এই তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো (১৭৪টি)। তিনি চলতি আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এবং এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (১৭০)। বর্তমানে তিনি রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলিং কোচের ভূমিকায় রয়েছেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভুবি।
A milestone to remember for our Swing King. ??@BhuviOfficial#PBKSvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/EVL78KqQBl
— SunRisers Hyderabad (@SunRisers) April 17, 2022
তবে আইপিএলে ১৫০ উইকেটের মালিক এর আগে হয়েছেন অমিত মিশ্রা (১৬৬), পীয়ুষ চাওয়া (১৫৭), যুজবেন্দ্র চাহাল (১৫১) ও হরভজন সিং (১৫০)। সানডে-র মেগা ম্যাচে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অরেঞ্জ আর্মির নেতা কেন। নির্ধারিত ২০ ওভারে অলআউট হয়ে ১৫১ রানে আটকে যায় প্রীতির পঞ্জাব। হায়দরাবাদের বোলাররা রীতিমতো চাপ বজায় রেখেছিল পঞ্জাবের ওপর। অন্যদিকে রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে ফেলে কাঙ্খিত জয়লাভ করে অরেঞ্জ আর্মি।
রবিবার পঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে হায়দরাবাদের স্পিড সেনসেশন উমরান মালিকও ৪ ওভার বল করেন। ২৮ রান দিয়ে তিনি নেন ৪টি উইকেট। ভুবনেশ্বরের পাশাপাশি এ দিনের ম্যাচে শেষ ওভারে মেডেন নিয়ে নজির গড়ে ফেলেছেন কাশ্মীরি ক্রিকেটার উমরান। তৃতীয় বোলার হিসেবে ইরফান পাঠান ও জয়দেব উনাদকটের পর উমরান মালিক ২০তম ওভারে আইপিএলে মেডেন নিলেন।
Only three bowlers – Irfan Pathan (PBKS in 2008), Jaydev Unadkat (RPS in 2017) and now Umran Malik #SRH #IPL2022 #SRHvPBKS have managed not to concede any runs in the 20th over of the #IPL innings.
Also, Lasith Malinga (MI in 2009) but conceded 1 bye and 4 leg byes.#PBKSvSRH
— Mohandas Menon (@mohanstatsman) April 17, 2022
আরও পড়ুন: IPL 2022 Purple Cap: আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে কুলদীপকে পিছনে ফেলে দিলেন নটরাজন