T20 World Cup 2024 Stats: কার ব্যাটে সবচেয়ে বেশি রান, কে নিলেন সর্বাধিক ক্যাচ? চব্বিশের যাবতীয় তথ্য

Jul 01, 2024 | 5:54 PM

ICC MEN’S T20 WC 2024: টুর্নামেন্টে এক ইনিংসের সর্বাধিক স্কোর ওয়েস্ট ইন্ডিজের কিপার ব্যাটার নিকোলাস পুরানের। আফগানিস্তানের বিরুদ্ধে ১৪টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি সহ ৯৮ রান করেছিলেন নিকোলাস পুরান। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার অ্যারন জোন্স। উদ্বোধনী ম্যাচে কানাডার বিরুদ্ধে ৯৪ রান করেছিলেন। এরপরই ভারত অধিনায়ক রোহিত শর্মার ৯২ রানের ইনিংস।

T20 World Cup 2024 Stats: কার ব্যাটে সবচেয়ে বেশি রান, কে নিলেন সর্বাধিক ক্যাচ? চব্বিশের যাবতীয় তথ্য
Image Credit source: ICC

Follow Us

চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ভারতের সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত দলের রুদ্ধশ্বাস লড়াই। অবশেষে ৭ রানের জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টে নানা রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গিয়েছে। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে আমেরিকা। তেমনই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। ২০ দলের বিশ্বকাপে অবশেষে ট্রফি ভারতের ঝুলিতে। টুর্নামেন্টে কে সবচেয়ে বেশি রান করলেন, কার ঝুলিতেই বা সবচেয়ে বেশি উইকেট, কার হাতে সবচেয়ে বেশি ক্যাচ! চব্বিশের বিশ্বকাপের নানা তথ্য রইল।

যে কোনও ফরম্যাট মিলিয়ে প্রথম বার বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। রশিদ খানদের স্বপ্নের সফরে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রহমানউল্লাহ গুরবাজ। চ্যাম্পিয়ন ভারতীয় দলের হয়ে টুর্নামেন্টে ধারাবাহিক রান করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বও অনবদ্য। বিশ্বের তৃতীয় দল হিসেবে দু-বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডে ভাগ বসাল ভারত (২০০৭ ও ২০২৪)। এর আগে ইংল্যান্ডে (২০১০, ২০২২) ও ওয়েস্ট ইন্ডিজ (২০১২, ২০১৬) দু-বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৩৫.১২ গড়ে ২৮১ রান করেছেন তিনি। এরপরই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনটি হাফসেঞ্চুরি সহ প্রায় ১৫৭ স্ট্রাইকেরেটে ২৫৭ রান করেছেন হিটম্যান। মাত্র ৮ রানের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হয়েছিল। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন দুই বাঁ হাতি পেসার। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও ভারতের অর্শদীপ সিং। দু-জনেই ১৭টি করে উইকেট নিয়েছেন। বিশ্বকাপের এক সংস্করণে এটি রেকর্ড।

টুর্নামেন্টে এক ইনিংসের সর্বাধিক স্কোর ওয়েস্ট ইন্ডিজের কিপার ব্যাটার নিকোলাস পুরানের। আফগানিস্তানের বিরুদ্ধে ১৪টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি সহ ৯৮ রান করেছিলেন নিকোলাস পুরান। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার অ্যারন জোন্স। উদ্বোধনী ম্যাচে কানাডার বিরুদ্ধে ৯৪ রান করেছিলেন। এরপরই ভারত অধিনায়ক রোহিত শর্মার ৯২ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় ২২৫ স্ট্রাইকরেটে এই রান করেছিলেন রোহিত।

এ বারের বিশ্বকাপে এক ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যানে সবার উপরে ফজলহক ফারুকি। আফগানিস্তানের এই বাঁ হাতি পেসার উগান্ডার বিরুদ্ধে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। ৮টি ক্যাচ নিয়েছেন তিনি। এ ছাড়াও ৭টি করে ক্যাচ গ্লেন ম্যাক্সওয়েল, হ্যারি ব্রুক ও ত্রিস্তান স্টাবসের।

Next Article