Watch Video: IPL এ শুভমনদের ম্যাচের মাঝে মাঠে হঠাৎ ঢুকল প্লেন, তারপর কী হল…

Apr 09, 2024 | 9:00 AM

IPL 2024: এ বারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে কখনও বিরাট কোহলির জন্য, কখনও আবার রোহিত শর্মার জন্য তাঁদের ভক্তরা নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের এক ম্যাচ চলাকালীন একটি কুকুরও মাঠের মধ্যে ঢুকে পড়েছিল। এই সব দৃশ্য তাও স্বাভাবিকের খাতায় রাখা যায়। কিন্তু মাঝ মাঠে হঠাৎ করে ম্যাচের মধ্যে প্লেন ঢুকে পড়ার ঘটনা আগে দেখেছেন?

Watch Video: IPL এ শুভমনদের ম্যাচের মাঝে মাঠে হঠাৎ ঢুকল প্লেন, তারপর কী হল...
IPL এ শুভমনদের ম্যাচের মাঝে মাঠে হঠাৎ ঢুকল প্লেন, তারপর কী হল...
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: মহা ধুমধাম করে এগিয়ে চলেছে ১৭তম আইপিএল। টুর্নামেন্টের ২২টি ম্যাচ হয়ে গিয়েছে। এর মাঝে বেশ কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে কখনও বিরাট কোহলির জন্য, কখনও আবার রোহিত শর্মার জন্য তাঁদের ভক্তরা নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের এক ম্যাচ চলাকালীন একটি কুকুরও মাঠের মধ্যে ঢুকে পড়েছিল। এই সব দৃশ্য তাও স্বাভাবিকের খাতায় রাখা যায়। কিন্তু মাঝ মাঠে হঠাৎ করে ম্যাচের মধ্যে প্লেন ঢুকে পড়ার ঘটনা আগে দেখেছেন? হয়তো না। এ বারের আইপিএলে (IPL) সেই দৃশ্যও দেখা গিয়েছে। জানেন কোন ম্যাচে?

৪ এপ্রিল গুজরাট টাইটান্সের ঘরের মাঠে ম্যাচ ছিল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুভমন গিলদের ওই ম্যাচে প্রতিপক্ষ ছিল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। ওই ম্যাচে পঞ্জাব কিংসের ইনিংস চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি প্লেন। কি অবাক হচ্ছেন? এত বড় ঘটনা, তাও অন্তরালে কী ভাবে, সেটাই ভাবছেন?

আসলে আসল অর্থাৎ সত্যি প্লেন মাঠে ঢোকেনি। ইন্সটাগ্রামে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আমেদাবাদে খেলা দেখতে যাওয়া এক দর্শক কাগজের প্লেন বানিয়ে তা গ্যালারি থেকে মাঠের দিকে ছুঁড়ে দেন। যা উড়তে উড়তে মাঠের মাঝে গিয়ে পৌঁছায়। সেই সময় গুজরাট টাইটান্স ফিল্ডিং করছিল। শুভমন গিলের থেকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে ওই কাগজের প্লেনটি। ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

ছেলেবেলায় কম-বেশি সকলেই কাগজের প্লেন, নৌকো বানিয়ে থাকে। কাগজের প্লেন যেমন অনেক দূর উড়ে যায়, তেমনই কাজগের নৌকো জলে ভাসিয়ে দিলে অনেক দূর ভেসে যায়। বাচ্চারা এই সব বানিয়ে মজা করে। কিন্তু কোনও ক্রিকেট ম্যাচে এ ভাবে দর্শকের কাগজের প্লেন উড়িয়ে মাঠে তা পাঠানোর ঘটনা আগে দেখা যায়নি।

Next Article