Zimbabwe T10 franchise : ফ্র্যাঞ্চাইজি লিগে প্রবেশ অভিনেতা সঞ্জয় দত্তের, কোথায় কিনলেন টিম?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 22, 2023 | 4:43 PM

Sanjay Dutt : বলিউড তারকাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যবসায় বিনিয়োগ এই প্রথম নয়। শাহরুখ খান, প্রীতি জিন্টা বা শিল্পা শেট্টির পর সেই তালিকায় যোগ দিলেন সঞ্জয় দত্ত।

Zimbabwe T10 franchise : ফ্র্যাঞ্চাইজি লিগে প্রবেশ অভিনেতা সঞ্জয় দত্তের, কোথায় কিনলেন টিম?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ছড়াছড়ি। ক্রিকেটের বিনোদনের পাশাপাশি কোটি কোটি টাকা আয়ের হাতছানি। প্রায় সবকটি ক্রিকেট খেলিয়ে দেশে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। চলতি বছরেই তালিকায় যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী। টি-২০ লিগের পাশাপাশি টি-১০ লিগও রয়েছে।  জিম্বাবোয়ের তেমনই এক টি-১০ লিগে দল কিনলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বলিউড তারকাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যবসায় বিনিয়োগ এই প্রথম নয়। শাহরুখ খান, প্রীতি জিন্টা বা শিল্পা শেট্টির পর সেই তালিকায় যোগ দিলেন সঞ্জয় দত্ত। জিম অ্যাফ্রো টি ১০ টুর্নামেন্টের দল হারারে হারিকেন্সের অন্যতম মালিক এখন বলিউড তারকা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এরিজ গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা সোহন রয়ের সঙ্গে জিম অ্যাফ্রো টি ১০-এ হারারে হারিকেন্স টিম কিনেছেন সঞ্জয় দত্ত। লিগে মোট পাঁচটি দল। ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলায়ো ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। ২০ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। শেষ ২৯ জুলাই। এই বিষয়ে জিম্বাবোয়ের ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, “বিনোদন জগতের কিছু বিখ্যাত মানুষ জিম অ্যাফ্রো টি ১০ লিগে আগ্রহ দেখে আমি পুলকিত।”

ফ্র্যাঞ্চাইজি টি ১০ লিগে পা রাখার পর সঞ্জয় দত্ত বলেছেন, “ভারতে ক্রিকেট হল ধর্ম। ক্রীড়াক্ষেত্রে অন্যতম সফল দেশের নাগরিক হয়ে আমার কর্তব্য এই খেলাকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেওয়া। ক্রীড়াক্ষেত্রে জিম্বাবোয়ের ইতিহাস সমৃদ্ধ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আপ্লুত। জিম অ্যাফ্রো টি ১০ টুর্নামেন্টে হারারে হারিকেন্স ভালো ফল করবে বলে আশা করি।”

আইপিএলের আবির্ভাবকাল থেকেই শাহরুখ খান এবং প্রীতি জিন্টার টি-২০ ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে। শিল্পা শেট্টি একসময় রাজস্থান রয়্যালস টিমের মালকিন ছিলেন। এমনকী আইপিএলের দলগুলি অন্যান্য দেশের টি-২০, টি-১০ লিগেও নিজেদের দল কিনছে। ক্যারিবিয়ান, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহির ফ্র্যাঞ্চইজি লিগে রয়েছে আইপিএলের বেশ ফ্র্যাঞ্চাইজির টিম। আগামী মাস থেকে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। সেখানেও কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স দল কিনেছে। ফ্র্যাঞ্চাইজি লিগের এই রমরমার যুগে বিনিয়োগের দিকে আরও বেশি ঝুঁকছেন বলিউডের অভিনেতারা।

Next Article