IND vs AUS: ভারতের পেস আক্রমণের দাপট, শান্তির ঘুম নেই অস্ট্রেলিয়ারও!
IND vs AUS 1st Test Day 1: লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি এবং ঋষভ পন্থের কিছুটা অবদান। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। এত কম রান নিয়ে লড়াই করা কঠিন। জসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজ-হর্ষিত রানাদের সৌজন্যে শান্তিতে ঘুমোনোর সুযোগ নেই অস্ট্রেলিয়ারও।
আপশোস! ভারতীয় শিবিরে কিছুটা থাকতেই পারে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টার্নিং পিচ না বানালে কি অন্যরকম রেজাল্ট হতে পারতো? পারথ টেস্টের প্রথম দিন এমন প্রশ্নই উকি দিচ্ছে। পারথে টস জিতে বুমরা ব্যাটিং নেওয়ায় কিছুটা চিন্তা ছিল। তা আরও বাড়ে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্সে। লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি এবং ঋষভ পন্থের কিছুটা অবদান। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। এত কম রান নিয়ে লড়াই করা কঠিন। জসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজ-হর্ষিত রানাদের সৌজন্যে শান্তিতে ঘুমোনোর সুযোগ নেই অস্ট্রেলিয়ারও।
পারথের পিচে পেসাররা সুবিধা পাবেন, এ আর নতুন কিছু নয়। যে দল ভালো ব্যাট করবে, অ্যাডভান্টেজ তারাই। দু-দলের টপ অর্ডারই ব্যর্থ। প্রথম স্পেলেই তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। টেস্ট, তথা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে প্রথম স্পেলেই ট্রাভিস হেডের বড় উইকেট হর্ষিত রানার। দিনের খেলা আরও জমিয়ে দেন মহম্মদ সিরাজ। মিচেল মার্শ ও মার্নাস লাবুশেনকে ফেরান। মাত্র ৪৭ রানেই ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
ভারতের উচ্ছ্বাসের এখানেই শেষ নয়। প্রথম দুটো স্পেল এক প্রান্ত থেকে করেছিলেন। শেষ দিকে প্রান্ত বদলালেন জসপ্রীত বুমরা। ক্রিজে তখন অ্যালেক্স ক্যারির সঙ্গে অধিনায়ক প্যাট কামিন্স। নতুন প্রান্ত, নতুন স্পেল, ক্যাপ্টেন কামিন্সকে ফেরান ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। ৫৯ রানে ৭ উইকেট! অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা কমেন্ট্রি বক্সে পরিসংখ্যান পরীক্ষা করে দেখছেন, অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর কত। অ্যালেক্স ক্যারির সঙ্গে ক্রিজে যোগ দেন মিচেল স্টার্ক। এই জুটি ভাঙতে পারলে দ্রুতই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়া যাবে, ভারতীয় শিবিরের তা অজানা নয়।
এই খবরটিও পড়ুন
অজি শিবিরে যেন ‘ঋষভ পন্থ’ হয়ে ওঠেন স্টার্ক। চেষ্টা করেন শট খেলার। দিনের শেষ বলে অল্পের জন্য কট অ্যান্ড বোলের হাত থেকে বাঁচেন স্টার্ক। দিনের শেষ ডেলিভারি। বুমরার বোলিংয়ে কোনওরকমে ডিফেন্স করেন স্টার্ক। তা সামনেই ক্যাচের পরিস্থিতি। বল আরেকটু সময় হাওয়ায় থাকলেই ফাইফারে দিন শেষ করতে বুমরা। পারথে প্রথম দিন সব মিলিয়ে ১৭ উইকেট। অস্ট্রেলিয়ার সাত উইকেটের মধ্যে ৪টি বুমরার দখলেই। ৬৭-৭ স্কোরে দিন শেষ অস্ট্রেলিয়ার। দ্বিতীয় দিন দ্রুত তিন উইকেটই লক্ষ্য ভারতের।