AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘একসূত্রে বাঁধা ভারত-জার্মানি’, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে বক্তৃতা TV9 নেটওয়ার্কের MD-CEO বরুণ দাসের

News9 Global Summit: বরুণ দাস বলেন, "আজ আমরা সবাই জলবায়ু পরিবর্তনের  জেরে প্রভাবিত হচ্ছি। গোটা বিশ্বই  ক্ষতিগ্রস্ত। আজ, এই প্ল্যাটফর্ম থেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটি নতুন সূচনা করা যেতে পারে। জলবায়ু পরিবর্তন এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারে না। চেন্নাই বন্যা থেকে শুরু করে স্পেনের ভ্যালেন্সিয়া, সবাই জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে অবগত।"

'একসূত্রে বাঁধা ভারত-জার্মানি', জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে বক্তৃতা TV9 নেটওয়ার্কের MD-CEO বরুণ দাসের
TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস।Image Credit: TV9 নেটওয়ার্ক
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 10:41 PM
Share

স্টুটগার্ট:  জার্মানির স্টুটগার্টে বসেছে নিউজ৯ গ্লোবাল সামিটের আসর। আজ, এই শীর্ষ বৈঠকের দ্বিতীয় দিনে অনুষ্ঠানের সূচনা হয় TV9 নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বরুণ দাসের বক্তৃতার মধ্যে দিয়েই। তিনি বলেন, “আজ বিশ্বকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত প্রভাবিত করছে। এক, জলবায়ু পরিবর্তন। দুই, কৃত্রিম বুদ্ধিমত্তা। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, আজ বিশ্বের দুই শক্তিধর দেশ, ভারত ও জার্মানি এই বিষয়ে ইতিবাচক উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।”

জার্মানির স্টুটগার্টে নিউজ ৯ গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনে বক্তব্য পেশ করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শুরুতেই তিনি জার্মান ভাষায় বলেন, “গুটেন মরগেন”। এর অর্থ- সুপ্রভাত। প্রবল শীত উপেক্ষা করেও নিউজ ৯ গ্লোবাল সামিটের দ্বিতীয় দিনে অংশগ্রহণের জন্য অতিথিদের ধন্যবাদ জানান তিনি। সামিটের প্রথম দিনের বক্তা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও ধন্যবাদ জানান ভারত-জার্মানির পারস্পরিক সহযোগিতার দিকটি তুলে ধরার জন্য।

এ দিন বক্তব্যের শুরুতেই টিভি ৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর ভাষণে ভারত ও জার্মানির মধ্যে শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ভারত এবং জার্মানির মধ্যে সম্পর্কের সেতুটি ইস্পাত বা পাথরের তৈরি নয়, বরং এটি বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধের সেতুবন্ধন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও বলেছেন যে আজ ভারত বিশ্বের কাছে বিশ্বাস, প্রতিভা এবং স্থিতিশীলতার জন্য পরিচিত। তিনি আরও জানান, ভারত এবং জার্মানির মধ্যে দক্ষতার আদান-প্রদান আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছাড়াও, স্টেট সেক্রেটারি ফ্লোরিয়ান হাসলারকেও কৃতজ্ঞতা জানান টিভি৯ নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুণ দাস।

বরুণ দাস বলেন, “ভারত কীভাবে বিশ্বমঞ্চে নিজেকে উন্নত দেশ হিসাবে উপস্থাপন করছে তা নিয়েই আলোচনা হবে এই সামিটে। ভারতের উন্নয়নে জার্মানি কীভাবে শক্তিশালী অংশীদার হয়ে উঠেছে, তা নিয়েও আলোচনা করা হবে।”

বক্তব্যের মাঝে টিভি৯ নেটওয়ার্কের এমডি-সিইও সম্প্রতি একটি লাঞ্চ পার্টির ঘটনাও তুলে ধরেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের জন্য দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটি ছিল সম্প্রীতি ও প্রাণবন্ততায় পূর্ণ। ওই অনুষ্ঠানের প্রসঙ্গ টেনেই তিনি বলেন, “আমি নিশ্চিত যে নিউজ ৯ গ্লোবাল সামিটে হওয়া আলোচনা ভারত এবং জার্মানিকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিয়ে যাবে। দুই দেশের সম্পর্ক হবে পৃথিবী ও পরিবেশের স্বার্থে।”

জলবায়ু পরিবর্তন নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বরুণ দাস। তিনি বলেন, “আজ আমরা সবাই জলবায়ুর পরিবর্তনে প্রভাবিত হচ্ছি। গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত। আজ, এই প্ল্যাটফর্ম থেকে জলবায়ু পরিবর্তন কাবিলার সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করা যেতে পারে। জলবায়ু পরিবর্তন এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারে না। চেন্নাই বন্যা থেকে শুরু করে স্পেনের ভ্যালেন্সিয়া, সবাই জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব সম্পর্কে অবগত। আজ জলবায়ু পরিবর্তনের জেরে বিপর্যয়ের মুখে ধনী-গরিব সকলেই। ”

তিনি আরও বলেন, “COP29 শেষ হয়ে গেলেও জলবায়ু পরিবর্তনের জন্য কে দায়ী, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। বিভা ধাওয়ান, অজয় ​​মাথুরের মতো শীর্ষ কর্তারা COP29-এ উপস্থিত ছিলেন। তারা এই শীর্ষ সম্মেলনেও অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজ আমরা ওদের কথা শোনার সুযোগ পাব। আজকের সামিটে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব নিয়ে বক্তব্য রাখবেন জার্মানির খাদ্য ও কৃষিমন্ত্রী সেম ওজদেমি র।সকলকে এই সম্মেলনে স্বাগত জানাই।”

জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ব্যবহার নিয়েও উল্লেখযোগ্য বক্তব্য রাখেন টিভি৯ নেটওয়ার্কের এমডি-সিইও। তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ সারা বিশ্বে চর্চিত বিষয়। আজকের আধুনিক ভারত প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব প্রমাণ করতে মরিয়া। অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে শ্রেষ্ঠ শক্তি হওয়ার পথে এগোচ্ছে ভারত। বৈশ্বিক কোম্পানিগুলি আজ ভারতের দিকে তাকিয়ে থাকে। তাদের কাছে ভারত একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নিউজ ৯ গ্লোবাল সামিটে আমরা নতুন ভারতের কথা বলব, যা দ্রুত শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে বিশ্বমঞ্চে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে।”

বরুণ দাস জানান, গোল্ডেন বল অনুষ্ঠানে বাডেন-ভ্যুর্টেমবের্গের মন্ত্রী উইনফ্রেড ক্রেটসম্যান এবং কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, যেখানে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি ভারতীয় গাড়ি শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে।