KL Rahul, IND vs AUS: লাঞ্চের আগেই চার, লোকেশ রাহুলের আউটের সিদ্ধান্তে বিতর্ক চরমে

Nov 22, 2024 | 10:09 AM

IND vs AUS 1st Test: টেলিভিশন আম্পায়ার মাত্র একটা প্যারালাল অ্যাঙ্গেল দেখানো হয়। যেখানে বোঝা যাচ্ছে, বল পাস করার পর ব্যাট-প্যাডে লাগে। সেই সাউন্ডই শোনা গিয়েছিল। হটস্পট থাকলে পরিষ্কার হয়ে যেত, ব্যাট-প্যাডের জন্যই স্নিকোতে স্পাইক দেখা গিয়েছে।

KL Rahul, IND vs AUS: লাঞ্চের আগেই চার, লোকেশ রাহুলের আউটের সিদ্ধান্তে বিতর্ক চরমে
Image Credit source: Izhar Khan/Getty Images

Follow Us

পারথ টেস্টের প্রথম সেশনে ভারতের প্রাপ্তি লোকেশ রাহুলের ব্যাটিং। ১০৯ মিনিট ক্রিজে কাটিয়েছেন। দুর্দান্ত ব্যাট করছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ারের একটা সিদ্ধান্তই সব আশায় জল ঢেলে দিল। যশস্বী, দেবদত্ত শূন্য় রানে ফেরেন। বিরাট কোহলি ১২ বলে ৫ রান। একমাত্র লড়াই করছিলেন লোকেশ রাহুল। ৭৪ বলে ২৬ রানে ফেরেন। যদিও তাঁর আউট নিয়ে যেমন চূড়ান্ত হতাশা তেমনই বিতর্কও চরমে। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে লাঞ্চে ভারত।

লোকেশ রাহুলকে কট বিহাইন্ড দেওয়া হয়। অনফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় অস্ট্রেলিয়া। ব্যাটে-বলের সময় স্নিকোমিটারে স্পাইক দেখা গিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন। টেলিভিশন আম্পায়ার মাত্র একটা প্যারালাল অ্যাঙ্গেল দেখানো হয়। যেখানে বোঝা যাচ্ছে, বল পাস করার পর ব্যাট-প্যাডে লাগে। সেই সাউন্ডই শোনা গিয়েছিল। হটস্পট থাকলে পরিষ্কার হয়ে যেত, ব্যাট-প্যাডের জন্যই স্নিকোতে স্পাইক দেখা গিয়েছে।

টিভি আম্পায়ার একটা অ্যাঙ্গেল দেখেই, উপযুক্ত প্রমাণ ছাড়াই আউটের সিদ্ধান্ত দেন। যা নিয়ে চূড়ান্ত বিতর্ক। ১০৯ মিনিটের পরিশ্রম লোকেশ রাহুলের বিপক্ষে যায়। সঞ্জয় মঞ্জরেকর পরিষ্কার বলছেন, ‘এখানে মাত্র একটা অ্যাঙ্গেল কেন দেখানো হল! আয়োজকরা ডিআরএসের দায়িত্বে থাকে। টেলিভিশন আম্পায়ারকে যে ভিস্যুয়াল দেওয়া হয়েছে তা কখনও উপযুক্ত নয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে বোঝা যেত, ব্যাট ও বলের গ্যাপ রয়েছে। ব্যাট-প্যাডে লেগেছিল।’ চূড়ান্ত হতাশ পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রমও। তিনিও আক্রমণাত্মক ভঙ্গিতেই এই বিশ্লেষণ করেন।

Next Article