Yashasvi Jaiswal, IND vs AUS: ছয় মেরে ঔদ্ধত্যের সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের, অস্ট্রেলিয়ায় নতুন তারার জন্ম!

Nov 24, 2024 | 8:36 AM

India vs Australia 1st Test Day 3: হ্যাজলউডের ওভারে বাউন্সার। যশস্বীর ঔদ্ধত্যের আপারকাট। চার না ছয় এই নিয়ে একটু কনফিউশন। তৃতীয় আম্পায়ার চেক করতেই সেলিব্রেশন শুরু। ৬ মেরে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট। আর প্রথম টেস্টেই সেঞ্চুরি।

Yashasvi Jaiswal, IND vs AUS: ছয় মেরে ঔদ্ধত্যের সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের, অস্ট্রেলিয়ায় নতুন তারার জন্ম!
Image Credit source: BCCI

Follow Us

তৃতীয় দিনের প্রথম ডেলিভারি। স্ট্রাইকে যশস্বী জয়সওয়াল। বোলিংয়ে জশ হ্যাজলউড। প্রথম বলেই সিঙ্গল। দিনের প্রথম বলটাই আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পর প্রত্যাশা বেড়ে যায়। স্টার্কের ওভারে আপারকাট। স্লিপ কর্ডনের উপর দিয়ে বাউন্ডারি। তিন অঙ্কের রানের দিকে আরও একটু এগিয়ে জয়সওয়াল। পরের ডেলিভারিটা আউটসাইড এজ থেকে কোনওরকমে সামলে কিপারের হাতে। একটু যেন অস্বস্তি হয়েছিল।

হ্যাজলউডের ওভারে বাউন্সার। যশস্বীর ঔদ্ধত্যের আপারকাট। চার না ছয় এই নিয়ে একটু কনফিউশন। তৃতীয় আম্পায়ার চেক করতেই সেলিব্রেশন শুরু। ৬ মেরে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট। আর প্রথম টেস্টেই সেঞ্চুরি। ২০৫ বলে তিন অঙ্কের রানে। কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি। বিদেশের মাটিতে দ্বিতীয়। পারথে প্রথম ইনিংসে শূন্যর পর সেঞ্চুরি। অবিশ্বাস্য শটে। কেউই বুঝতে পারছেন না, কী ভাবে এই ইনিংসকে বর্ণনা করা যায়।

ভারতীয় টিম অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর থেকেই আলোচনায় ছিলেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলিকে ছাপিয়ে নতুন কিং হিসেবে তুলে ধরা হয় যশস্বীকে। অজি মিডিয়া জুড়ে যশস্বীকে নিয়ে নানা প্রতিবেদন। সেটা যে ফ্লুক ছিল না, দ্বিতীয় ইনিংসেই প্রমাণ করলেন। এমন অবিশ্বাস্য সেঞ্চুরি দেখে প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী থেকে অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তিরা। পাশাপাশি অস্ট্রেলিয়াকে ওয়ার্নিংও দিয়ে রাখলেন, যশস্বী একবার সেঞ্চুরি পেরোলে সেই ইনিংস কোথায় থামতে পারে, তা কিন্তু অনুমান করা যায় না। কারণ, কেরিয়ারের প্রথম তিন সেঞ্চুরির দুটি ডাবল!

Next Article