ব্যাটিং পজিশনে নম্বর থ্রি কতটা গুরুত্বপূর্ণ? নতুন করে বলার প্রয়োজন পড়ে না। রাহুল দ্রাবিড়ের পর দীর্ঘ সময় এই জায়গা ধরে রেখেছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ পড়েন পূজারা। ভারতীয় টিম ভবিষ্যতের দিকে এগচ্ছিল। যশস্বী জয়সওয়ালের অভিষেকের পর তিন নম্বরে ব্যাটিং শুরু করেন শুভমন গিল। ক্রমশ ভরসা হয়ে উঠেছিলেন। তবে পারথ টেস্টের আগে আঙুলের চোটে ছিটকে যান। তিনের জন্য বেছে নেওয়া হয় দেবদত্ত পাড়িক্কলকে।
প্রাথমিক ভাবে স্কোয়াডে ছিলেন না দেবদত্ত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটারের সুযোগ হয়েছিল। সরফরাজ খান, আকাশ দীপ, ধ্রুব জুরেলদের পাশাপাশি ছিলেন দেবদত্ত পাড়িক্কলও। ধরমশালায় খেলেছিলেন। সেটিই তাঁর প্রথম টেস্ট। অবশেষে সুযোগ সরাসরি অস্ট্রেলিয়ায়। শুভমন চোট না পেলে সেটাও হত না। ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। যদিও পাশ করতে পারলেন না।
ভারতের একাদশ বাছাইয়ে নানা চমক দেওয়া হয়েছে। দুই সুপারস্টার অশ্বিন ও জাডেজাকে ছাড়াই একাদশ গড়া হয়েছে। একমাত্র স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দর। প্রশ্ন উঠছিল, রোহিতের ব্যাক আপ ওপেনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছিল অভিমন্যু ঈশ্বরণকে। তাঁকে কেন সুযোগ দেওয়া হবে না? ভারত এ দলের হয়ে দেশে-বিদেশে খেলেই চলেছেন অভিমন্যু। ইংল্যান্ড সফর ও বাংলাদেশে টেস্ট স্কোয়াডেও ছিলেন। খেলানো হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে থাকলেও বেঞ্চেই অভিমন্যু।
যশস্বীর আউটে ওপেনিং জুটি ভাঙতেই রাহুলের সঙ্গে ক্রিজে যোগ দেন দেবদত্ত পাড়িক্কল। বল ছাড়া, সফট হ্য়ান্ড ডিফেন্সে ভরসা দিচ্ছিলেন। তবে সেটা যথেষ্ট নয়। রানের খাতা খুলতে পারছিলেন না। একাদশ ওভারের শেষ ডেলিভারিতে ২৩ বলে কট বিহাইন্ড। শূন্য রানেই ফিরলেন দেবদত্ত। দ্বাদশ ওভারেই ক্রিজে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার গ্যালারি যেমন রাজার মতোই স্বাগত জানাল, তেমনই অজি পেসাররা দুর্দান্ত সব ডেলিভারিতে।
THE KING VIRAT KOHLI IN THE CREASE AT THE PERTH..! #BGT2024 #INDvAUS pic.twitter.com/fnnZwYuCXE
— Soyab_Z009 (@animals_zoo0) November 22, 2024