কলকাতা: পারথ টেস্ট জিতে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) এগিয়ে গেল টিম ইন্ডিয়া। অপটাস স্টেডিয়ামে একদিকে বিরাট, যশস্বীর ব্যাট হাতে ভেলকি দেখা গিয়েছে। অপরদিকে বুমরা-সিরাজদের বোলিং দাপট দেখা গিয়েছে। একইসঙ্গে কোথাও গিয়ে ফুটে উঠেছে ভারতের খোঁচা খাওয়া বাঘের মতো মানসিকতা। দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজ হেরে অস্ট্রেলিয়ার গিয়েছিল টিম ইন্ডিয়া। ক্রিকেট মহলে অনেকেই যে কারণে এই বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতকে ফেভারিট ধরেনি। সেই টিম ইন্ডিয়াই অজিদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে বড় জয় ছিনিয়ে নিল।
যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির অনবদ্য ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের টার্গেট দিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৩৮ রানে অলআউট হয়। যার ফলে ভারত ২৯৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও উন্নতি হল টিম ইন্ডিয়ার।
পারথে বিরাট-বুমরাদের দাদাগিরির ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশের মাটিতে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া। অ্যালেক্স ক্যারি যদি শেষ অবধি লড়ে না যেতেন, তা হলে এই জয়ের ব্যবধান ৩০০-র বেশি হতে পারত। এক ঝলকে দেখে নিন অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে ভারতের বড় টেস্ট জয়।
অজি-ভূমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতের বড় জয়ের তালিকা —