IND vs AUS: বর্ডার-গাভাসকর ট্রফির ভাগ্য নির্ধারক অশ্বিন-জাডেজা! মত অজি অলরাউন্ডারের
Border-Gavaskar Trophy: সেটাই প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। আর গত সফরে পিছিয়ে পড়ে, কার্যত ভাঙাচোরা দল নিয়ে সিরিজ জিতে ফিরেছিল ভারত। এ বারের সিরিজ নিয়েও উন্মাদনা শুরু। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এই সিরিজের ভাগ্য নির্ধারকও বেছে দিলেন।
বর্ডার-গাভাসকর ট্রফি। সিরিজ শুরু নভেম্বরে। আবহ তৈরি এখন থেকেই। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই টেস্ট সিরিজেই জিতেছে ভারত। এ বার লক্ষ্য হ্যাটট্রিকে। লড়াইটা আরও খঠিন। ১৯৯১-৯২ মরসুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। গত দু-বারই ছিল চার ম্যাচের সিরিজ। ২০১৮ সালের জয় ঐতিহাসিক। সেটাই প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। আর গত সফরে পিছিয়ে পড়ে, কার্যত ভাঙাচোরা দল নিয়ে সিরিজ জিতে ফিরেছিল ভারত। এ বারের সিরিজ নিয়েও উন্মাদনা শুরু। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এই সিরিজের ভাগ্য নির্ধারকও বেছে দিলেন।
খেলা হবে অস্ট্রেলিয়ায়। পেস-বাউন্সি পিচ। কিন্তু স্পেশালিস্ট ব্যাটার-বোলারের চেয়ে দুই অলরাউন্ডারের পারফরম্যান্সের উপরই সব নির্ভর করবে, এমনই মনে করছেন ম্যাক্সি। তাঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। গত সিরিজে সিডনিতে অশ্বিনের লড়াই ভোলার নয়। ব্যাটে-বলে দু-জনই যে অবদান রাখেন, তা আর নতুন করে মনে করিয়ে দেওয়ার নেই। অস্ট্রেলিয়ার মাটিতেও এই দু-জনকে নিয়ে আলাদা সতর্কবার্তা গ্লেন ম্যাক্সওয়েলের।
বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে স্টার স্পোর্টসে ম্যাক্সওয়েল বলেন, ‘দীর্ঘ সময় অশ্বিন-জাডেজার বিরুদ্ধে খেলেছি। এই দু-জন সব সময়ই আলাদা। ওদের বিরুদ্ধে খেলা খুবই কঠিন। অনেক ক্ষেত্রেই হয়েছে, অশ্বিন-জাডেজাকে কী ভাবে সামলেছি, তার উপরই ম্যাচের ফল নির্ভর করেছে।’ ম্যাক্সওয়েল আরও যোগ করেন, ‘আমরা যদি এই দু-জনের বিরুদ্ধে ভালো খেলতে পারি, ম্যাচে ভালো জায়গায় থাকব।’
Ability to change the course of the match ✅ Performing when the team needs the most ✅#GlennMaxwell has nothing but admiration for #RavichandranAshwin, #RavindraJadeja, & #JaspritBumrah 😬💪🏻
Watch the #ToughestRivalry during #AUSvINDonStar starting FRI, 22 NOV. pic.twitter.com/9U3ZwesLeF
— Star Sports (@StarSportsIndia) September 27, 2024