Mohammed Shami: মহম্মদ সামিকে দ্রুত অস্ট্রেলিয়ায় চান ভারতের প্রাক্তন কোচ

Nov 15, 2024 | 3:41 PM

Border-Gavaskar Trophy: বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচেরই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে সময় সামি ফিট হয়ে উঠতে পারেননি। তবে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলছেন সামি।

Mohammed Shami: মহম্মদ সামিকে দ্রুত অস্ট্রেলিয়ায় চান ভারতের প্রাক্তন কোচ
Image Credit source: PTI

Follow Us

সামিকে কি দ্রুতই অস্ট্রেলিয়ার বিমানে দেখা যাবে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত বিশ্বজয়ী দলের সদস্য তথা ভারতের প্রাক্তন কোচ তাই চান। অস্ট্রেলিয়ার মাটিতে মহম্মদ সামির মতো বোলার থাকা খুবই জরুরি। নয়তো জসপ্রীত বুমরার কাঁধে অতিরিক্ত চাপ পড়বেন। বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচেরই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে সময় সামি ফিট হয়ে উঠতে পারেননি। তবে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলছেন সামি। তাঁর ফিটনেস নিয়েও অনেকটাই নিশ্চিন্ত হওয়া গিয়েছে। তাই আর দেরি না করে সামিকে দ্রুত অস্ট্রেলিয়ান চান।

ভারতীয় পেস বোলিং আক্রমণে রয়েছেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণরা। তাঁদের দক্ষতা নিয়ে সন্দেহ নেই। তবে বুমরার মতো অভিজ্ঞতা নেই। ফলে সামি যোগ দিলে এই পেস আক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আইসিসি রিভিউতে বলেছেন, ‘আমি এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি চাই, জসপ্রীত বুমরার জন্য একটা সাপোর্ট। পেস আক্রমণে ভরসা বাড়বে। সুতরাং, যত দ্রুত সম্ভব সামিকে অস্ট্রেলিয়ার বিমানে দেখতে চাই। ভারতের জন্য এটাই ভালো হবে।’

এই খবরটিও পড়ুন

গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন সামি। তাঁর অস্ত্রোপচারও হয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিল। কিন্তু সমস্যা দেখা দেয় রিহ্যাবে ফের চোট পাওয়া। সব কিছু নতুন করে শুরু করতে হয়। অবশেষে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরেছেন সামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন ১০ ওভার বোলিং করলেও সেই ছন্দে দেখায়নি। তাঁর যে সময় প্রয়োজন বোঝা যাচ্ছিল। দ্বিতীয় দিন ৯ ওভার বোলিং করে ৪ উইকেট। ব্য়াট হাতেও বিধ্বংসী ইনিংস খেলেছেন। পারথে না হলেও দ্বিতীয় টেস্ট থেকে সামিকে অস্ট্রেলিয়ায় দেখা যেতেই পারে।

Next Article