যশস্বীর সেঞ্চুরি হয়েছে। উল্টোদিকে আরও একটা সেঞ্চুরির স্বপ্ন ছিল। লোকেশ রাহুল যে ভাবে খেলছিলেন, তাতে সেঞ্চুরিটা যেন প্রাপ্য ছিল। দিনের দ্বিতীয় ওভারে স্টার্কের ডেলিভারিতে অনবদ্য অফ ড্রাইভে একটি বাউন্ডারি। কিছুক্ষণ পর আরও একটি কভার ড্রাইভে তিন রান। ঠিক যেন যেখান থেকে দিন শেষ করেছিলেন, সেখানেই শুরু। এর মাঝে কিছু অস্বস্তির ডেলিভারিও এসেছে। আউট সাইড এজ হতে পারত। সবই ঠিকঠাক চলছিল। মিচেল স্টার্ক রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন। আউটসাইড এজ কিপার অ্যালেক্স ক্যারির হাতে। ৭৭ রানে আউট লোকেশ রাহুল।
সেঞ্চুরি মিস হলেও অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়লেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল। এই রেকর্ড ছিল সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারি শ্রীকান্তের দখলে। ১৯৮৬ সালে ১৯১ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন সুনীল গাভাসকররা। ভারতের প্রথম ওপেনিং জুটি হিসেবে অস্ট্রেলিয়া ২০০ পার করলেন যশস্বী ও রাহুল। ২০১ রানে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ায় সর্বাধিক পার্টনারশিপের নিরিখে (যে কোনও পজিশনে) এটি ষষ্ঠ স্থানে। সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষণের সেরা ৩৫৩ রানের জুটি রয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সেরা পাঁচ ওপেনিং জুটি: