Rishabh Pant ভিডিয়ো: ক্যাচ মিস-নো লুক সিক্স; কামিন্স বনাম পন্থে শেষ হাসি অজি ক্যাপ্টেনের

Nov 22, 2024 | 12:43 PM

IND vs AUS 1st Test: টপ অর্ডারের ব্যর্থতায় তাঁর সিদ্ধান্ত কাজে আসেনি। ভারতীয় দলকে কিছুটা চাপমুক্ত করেন ঋষভ পন্থ। নীতীশ রেড্ডির সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েন। এর মাঝেই জমল পন্থ-কামিন্সের দ্বৈরথ। শেষ হাসি অজি ক্যাপ্টেনেরই।

Rishabh Pant ভিডিয়ো: ক্যাচ মিস-নো লুক সিক্স; কামিন্স বনাম পন্থে শেষ হাসি অজি ক্যাপ্টেনের
Image Credit source: ScreenGrab

Follow Us

অজি শিবিরের সবচেয়ে বড় আতঙ্ক যে ঋষভ পন্থ, এ বিষয়ে সন্দেহ নেই। টেস্টেও টি-টোয়েন্টি শট খেলেন ঋষভ। তাঁর জন্য ফিল্ড প্লেসমেন্ট যে কোনও ক্যাপ্টেনের কাছে কঠিন কাজ। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও ব্যতিক্রম নন। পারথে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। তবে টপ অর্ডারের ব্যর্থতায় তাঁর সিদ্ধান্ত কাজে আসেনি। ভারতীয় দলকে কিছুটা চাপমুক্ত করেন ঋষভ পন্থ। নীতীশ রেড্ডির সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েন। এর মাঝেই জমল পন্থ-কামিন্সের দ্বৈরথ। শেষ হাসি অজি ক্যাপ্টেনেরই।

সে সময় ব্যক্তিগত ২৬ রানে ব্য়াট করছিলেন ঋষভ পন্থ। বড় শট খেলতে চেয়েছিলেন। কারণ, টিমের যা পরিস্থিতি শুধু ডিফেন্স করে উইকেট হারানোর চেয়ে শট খেলে কিছু রান তোলা শ্রেয় মনে হয়েছিল। কিন্তু ঋষভের একটি শট হাওয়ায়। মিড অনে ফিল্ডিং করছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পিছন দিকে অনেকটা দৌড়তে হয়। বল অবধি পৌঁছেও যান। বল হাতেও পড়ে। যদিও ক্য়াচ নিতে পারেননি। জীবন দান পান ঋষভ পন্থ।

পন্থ এই সুযোগ কাজে লাগানোর মরিয়া চেষ্টা করেন। এর মাঝে কামিন্সের বোলিংয়ে একটি নো-লুক স্কুপ ম্যাচ জমিয়ে দেয়। কামিন্সের মতো বিশ্বের অন্যতম সেরা পেসারের বোলিংয়ে স্কুপ মারতে গিয়ে ক্রিজে গড়াগড়িও খান। দুর্দান্ত একটা ছয় মারেন। কমেন্ট্রি বক্সেও মজা শুরু হয়ে যায়। ঋষভ ঠিক ‘পন্থের’ মতোই ব্যাট করছিলেন। যদিও কামিন্সের বলেই ফেরেন। ব্যক্তিগত ৩৭ রানে কামিন্সের বলে আউট ঋষভ। তবে আউটের চেয়েও সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা পন্থের নো-লুক স্কুপে ছয়।

Next Article