IND vs AUS: লাঞ্চের আগে আরও দুই, অস্ট্রেলিয়ার লজ্জা ঢাকার চেষ্টায় হেড

Nov 25, 2024 | 10:12 AM

India vs Australia 1st Test Day 4: চতুর্থ দিন শুরুতেই মহম্মদ সিরাজের অনবদ্য বোলিংয়ে স্টিভ স্মিথের উইকেট। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক-এর পর স্মিথের অবদান ১৭। উসমান খোয়াজাকেও ফেরালেন সিরাজই। লাঞ্চ অবধি প্রথম ইনিংসের স্কোর ছুঁয়েছে অস্ট্রেলিয়া।

IND vs AUS: লাঞ্চের আগে আরও দুই, অস্ট্রেলিয়ার লজ্জা ঢাকার চেষ্টায় হেড
Image Credit source: PTI

Follow Us

টার্গেট ৫৩৪। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ৪১৮ রান তাড়া হয়েছে। অস্ট্রেলিয়ার জয়ের আশা অতি বড় সমর্থকও দেখছে না। ভারতের জয়ের ব্যবধান কত হবে, সেটাই এখন অপেক্ষা। ম্যাচের তৃতীয় দিনের শেষেই তিন উইকেট নিয়ে জয় কার্যত নিশ্চিত করে রেখেছিল ভারত। চতুর্থ দিন শুরুতেই মহম্মদ সিরাজের অনবদ্য বোলিংয়ে স্টিভ স্মিথের উইকেট। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক-এর পর স্মিথের অবদান ১৭। উসমান খোয়াজাকেও ফেরালেন সিরাজই। লাঞ্চ অবধি প্রথম ইনিংসের স্কোর ছুঁয়েছে অস্ট্রেলিয়া।

লাঞ্চের মধ্যে ২ উইকেট। ভারতের চাই আর পাঁচটা উইকেট। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪৩০ রান! ব্যবধান যতটা কমানো যায় তারই মরিয়া চেষ্টায় ট্রাভিস হেড। তবে অজি শিবিরে শট সিলেকশন নিয়েও অস্বস্তি। বিশেষ করে উসমান খোয়াজার মতো অভিজ্ঞ ব্যাটার। বল নীচু হয়ে আসছিল। কিছু বল প্রত্যাশার চেয়ে বেশি লাফিয়েছে। অসমান বাউন্সের কারণে উইকেটের পিছনে কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়েছে ঋষভ পন্থকে। এর মধ্যে একটি পুল শট খেলেন খোয়াজা। যদিও তাঁর প্রত্যাশা অনুযায়ী বাউন্স ছিল না। ব্যাটের টপ এজ লেগে হাওয়ায়। ক্যাচ নিতে ভুল করেননি ঋষভ।

এই খবরটিও পড়ুন

সিরাজ হয়তো সকালের তৃতীয় উইকেটটাও পেতেন। ট্রাভিস হেড সেসময় মাত্র ২ রানে। মহম্মদ সিরাজ সেলিব্রেশনও শুরু করে দেন। ঘুরে দেখেন আম্পায়ার লেগ বিফোর দেননি। রিপ্লেতে ধরা পড়ে, সব ঠিক থাকলেও উইকেটে লাগার ক্ষেত্রে আম্পায়ার্স কল। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার প্রাপ্তি ট্রাভিস হেডের হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে মোট ১০৪ রান তুলেছে। ৭২ বলে ৬৩ রানে অপরাজিত ট্রাভিস হেড। হারের ব্যবধানটা যত কমানো যায় তারই চেষ্টা।

Next Article