Steve Smith: জসপ্রীত বুমরাকে নিয়ে ‘মাইন্ডগেম’ শুরু স্টিভ স্মিথের

Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে উঠবেন মহম্মদ সামিও। একদিকে জসপ্রীত বুমরা, অন্য দিকে সামি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই হ্যাটট্রিকের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তেমনই অজি ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন। বিশেষ করে জসপ্রীত বুমরা। তাঁকে নিয়ে মাইন্ডগেমও শুরু ফ্যাব ফোরের অন্যতম সদস্য স্টিভ স্মিথের।

Steve Smith: জসপ্রীত বুমরাকে নিয়ে 'মাইন্ডগেম' শুরু স্টিভ স্মিথের
Image Credit source: Stu Forster/Cameron Spencer/Getty Images
Follow Us:
| Updated on: Sep 24, 2024 | 11:32 AM

ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। গত দুই সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। লক্ষ্য হ্যাটট্রিক। এ বার পাঁচ ম্যাচের সিরিজ। অস্ট্রেলিয়া সফরের আগে ফিট হয়ে উঠবেন মহম্মদ সামিও। একদিকে জসপ্রীত বুমরা, অন্য দিকে সামি। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই হ্যাটট্রিকের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তেমনই অজি ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন। বিশেষ করে জসপ্রীত বুমরা। তাঁকে নিয়ে মাইন্ডগেমও শুরু ফ্যাব ফোরের অন্যতম সদস্য স্টিভ স্মিথের।

ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর টেস্টেও ওপেন করেছে স্টিভ স্মিথ। কেরিয়ারে প্রথম বার লাল-বলের ক্রিকেটে ওপেনার হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। ভারতের বিরুদ্ধে এই ভূমিকায় দেখার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে শুরুতেই জসপ্রীত বুমরাকে সামলাতে হবে না, এটা ভেবে স্বস্তিতে থাকতেই পারেন স্মিথ। যদিও বুমরা যে ভাবে পিচ, পরিস্থিতির তোয়াক্কা না করে নিজের দক্ষতা দেখাচ্ছেন, তাতে বেশ চাপে অজি শিবির।

বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে কথার মাঝে বুমরা প্রসঙ্গে অজি কিংবদন্তি স্টিভ স্মিথ স্টার স্পোর্টসে বলেন, ‘বুমরা দুর্দান্ত বোলার। ওকে নতুন বল, কিছুটা পুরনো কিংবা পুরনো বলে ফেস করতে হবে কিনা জানি না। তবে ও সত্যিই অসাধারণ বোলার। ওর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তর্কাতীত ভাবে সব ফরম্যাটেই বিশ্বের সেরা পেসার বুমরা।’ জসপ্রীত বুমরাকে সামলানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে, কল্পনা করতে পারছেন স্মিথ। তাঁর কথায়, ‘ওকে সামলানো সব সময়ই চ্যালেঞ্জ।’