IND vs AUS: অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরি! এই কীর্তি রয়েছে মাত্র তিন ভারতীয়র…

Nov 14, 2024 | 9:00 AM

Border-Gavaskar Trophy: পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে একটু অতীতে ফেরা যাক! অস্ট্রেলিয়ায় বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটাররা। তবে ডাবল সেঞ্চুরি! মাত্র তিন ভারতীয়র এই কীর্তি রয়েছে। সেই ত্রয়ী কারা?

IND vs AUS: অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরি! এই কীর্তি রয়েছে মাত্র তিন ভারতীয়র...
Image Credit source: Hamish Blair/Getty Images

Follow Us

বর্ডার-গাভাসকর ট্রফির দিন যত এগিয়ে আসছে, উন্মাদনা বাড়ছে। তেমনই প্রত্যাশাও। গত দুই অস্ট্রেলিয়া সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। ২০১৮-১৯ মরসুমে অবশ্য ইতিহাস গড়েছিল বিরাট কোহলির টিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। গত সফরেও সিরিজ জয়। হ্যাটট্রিকে নজর ভারতের। এর জন্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্লিনসুইপের হতাশা থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে হবে।

গত দুটি সফরেই ভারতীয় ব্যাটিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চেতেশ্বর পূজারা। যদিও জাতীয় দলে এখন তিনি ব্রাত্য। নতুনরা উঠে আসছেন। আসন্ন সিরিজে ভারতীয় ব্যাটারদের মধ্যে কে বেশি ভরসা দেবেন, তা নিঃসন্দেহে আকর্ষণের বিষয়। তবে এ বার সিরিজ জয়ের হ্যাটট্রিক করতে অবিশ্বাস্য পারফর্ম করতে হবে। পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে একটু অতীতে ফেরা যাক! অস্ট্রেলিয়ায় বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটাররা। তবে ডাবল সেঞ্চুরি! মাত্র তিন ভারতীয়র এই কীর্তি রয়েছে। সেই ত্রয়ী কারা?

জেনে নেওয়া যাক…

  1. অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম বার ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শেন ওয়ার্নের কেরিয়ার কার্যত শেষ হয়ে যাচ্ছিল সেই সিরিজেই। ১৯৯২ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন রবি শাস্ত্রী। সেটি ছিল কিংবদন্তি শেন ওয়ার্নের ডেবিউ টেস্ট। ২০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রবি শাস্ত্রী।
  2. দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন রাহুল দ্রাবিড়। দ্য ওয়াল রাহুল দ্রাবিড় ২০০৩ সালে অ্যাডিলেডে ২৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন।
  3. ভারতের তৃতীয় এবং এখনও অবধি শেষ ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ২০০৩-০৪ সফরে সিডনিতে অপরাজিত ২৪১ রানের ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর।
  4. আরও দুই ভারতীয় ব্যাটার ডাবল সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছিলেন। ২০০৩ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৯৫ রানে আউট হয়েছিলেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। অন্য দিকে, ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ১৯৩ রানে আউট হয়েছিলেন চেতেশ্বর পূজারা। নিউ ইয়ার টেস্টে সিডনিতে এই ইনিংস খেলেছিলেন চেতেশ্বর পূজারা।
Next Article
India vs South Africa T20 2024: ‘বেরহায় ম্যাচ শেষেই কাছে এসেছিল’, তিলক ভার্মাকে নিয়ে স্কাই বললেন…
IND vs AUS: ভারতের ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি টেস্ট জয়, তালিকায় যাঁরা…