টেস্ট কেরিয়ার এখনও অবধি স্বপ্নের মতো কেটেছে যশস্বী জয়সওয়ালের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল। সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি। একের পর এক নির্ভরযোগ্য ইনিংস খেলেছেন ভারতের তরুণ ওপেনার। এ বার আসল পরীক্ষা। বর্ডার-গাভাসকর ট্রফি। ঘরের মাঠে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পারফর্ম করায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকারই কথা যশস্বীর। তবে অস্ট্রেলিয়ার মাটিতে পারফর্ম করা সহজ নয়। আর সে কারণেই এই সিরিজ যশস্বীর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। যদিও অস্ট্রেলিয়ার এক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, পেসারদের সামনে দাঁড়াতেই পারবেন না যশস্বী।
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। ২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট। পারথের পেস ও বাউন্সি পিচে কঠিন পরীক্ষা ব্যাটারদের। এ বছর ভারতের সেরা পারফর্মার যশস্বী। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন কিপার-ব্যাটার ব্র্যাড হ্যাডিন বলছেন, ‘আমার মনে হয় না পেসারদের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে পারবে। জানি যশস্বী খুবই ভালো প্লেয়ার। কিন্তু ও এর আগে অস্ট্রেলিয়ায় খেলেনি। এখানকার পেস-বাউন্সে মানিয়ে নিতে পারবে কিনা নিশ্চিত নই। আর পারথে ইনিংস ওপেন করা, খুবই কঠিন কাজ।’
ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল কেরিয়ারে এখনও অবধি ১৪টি টেস্ট খেলেছেন। অভিষেকের পর থেকেই স্বপ্নের ফর্মে। ১৪ ম্যাচে করেছেন ১৪০৭ রান। ব্যাটিং গড় ৫৬.২৮! তিনটি সেঞ্চুরি এবং আটটি হাফসেঞ্চুরি করেছেন। তাঁর দক্ষতা নিয়ে হ্যাডিনের কোনও সন্দেহ নেই। তবে অভিজ্ঞতার অভাবে ভুগতে পারেন, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার।