IND vs AUS: পারথের পিচ নিয়ে রোহিত-বিরাটদের ভয় দেখাচ্ছেন কিউরেটর!
Border-Gavaskar Trophy: প্র্যাক্টিস পিচ এবং ম্যাচের পিচে যে অনেকটা পার্থক্য থাকে বলাই যায়। বিশ্বের সবচেয়ে গতিময় ও বাউন্সি পিচ ধরা হয় পারথকেই। এ বার যেন আরও কঠিন পরিস্থিতি থাকবে। পারথের পিচ কিউরেটর এমন সতর্কবার্তাই দিচ্ছেন ভারতীয় দলের ব্যাটারদের।
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস! পারথের পিচ নিয়ে এখন থেকেই ভয় দেখাচ্ছেন কিউরেটর। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু ২২ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়া দীর্ঘ দিন পর পাঁচ ম্যাচের সিরিজ খেলতে চলেছে। ২২ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু পারথেই। তার আগে এখানে অনুশীলনও করবে ভারতীয় দল। তবে প্র্যাক্টিস পিচ এবং ম্যাচের পিচে যে অনেকটা পার্থক্য থাকে বলাই যায়। বিশ্বের সবচেয়ে গতিময় ও বাউন্সি পিচ ধরা হয় পারথকেই। এ বার যেন আরও কঠিন পরিস্থিতি থাকবে। পারথের পিচ কিউরেটর এমন সতর্কবার্তাই দিচ্ছেন ভারতীয় দলের ব্যাটারদের। ভয় দেখাচ্ছেন বললেও ভুল হয় না।
টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্র্যাক্টিস ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। যদিও তা বাতিল করা হয়েছে। এমনি প্র্যাক্টিস হবে। ম্যাচ সিচুয়েশন প্র্যাক্টিসের সুযোগ নেই। সরাসরি টেস্ট সিরিজে নেমে পড়া যথেষ্ট ঝুঁকির হতে পারে বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান পিচ কিউয়েরটর ইসাক ম্যাকডোনাল্ড ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘এটা অস্ট্রেলিয়া, পারথ। গতি এবং বাউন্সি পিচই তৈরি করছি।’
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের মতো পিচ প্রস্তুতির পরিকল্পনার কথাও জানিয়েছেন ম্যাকডোনাল্ড। সেই টেস্টে ৩৬০ রানের বিশাল ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ২০টির মধ্যে প্রতিপক্ষের ১২ উইকেট নিয়েছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কের পেসত্রয়ী। ভারতের বিরুদ্ধে এই পেস আক্রমণ থাকছে। সদ্য এই মাঠেই সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্যাচে পাকিস্তানি পেসাররা দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পিচে আরও ‘মশলা’ যোগ হচ্ছে বলেও জানান কিউরেটর। ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘পিচে অন্তত ১০মিলিমিটার ঘাস থাকবে। এই পরিস্থিতিতে খেলতে আমরা অভ্যস্ত। সতেজ ঘাস সঙ্গে গতি।’