সেঞ্চুরি করলেই আত্মতুষ্টিতে ভোগেন না। বরং সেঞ্চুরি যখনই করেন, ড্যাডি সেঞ্চুরি। কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল। এর আগের তিনটি সেঞ্চুরির মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। শেষ অবধি তাঁর স্কোর ছিল ১৭১। কেরিয়ারে আরও একটা ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছেছিলেন যশস্বী জয়সওয়াল। ভারতের মাত্র তিন ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে ডাবল সেঞ্চুরি করেছেন। চতুর্থ নামটা হতে পারত যশস্বী জয়সওয়ালের। যদিও পয়েন্টে আটকে গেল সেই স্বপ্ন।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের মাত্র তিন ব্য়াটারের ডাবল সেঞ্চুরি রয়েছে। তাঁরা হলেন রবি শাস্ত্রী, মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর ডাবল সেঞ্চুরির ইনিংসে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছিলেন শেন ওয়ার্ন। কিংবদন্তি ওয়ার্নের সেটিই ছিল ডেবিউ সিরিজ। সেটিই কেরিয়ারের শেষ হতে বসেছিল। শাস্ত্রী বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ওয়ার্নের বিরুদ্ধে।
ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরির কীর্তি রাহুল দ্রাবিড়ের। তাঁর কোচিংয়েই টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। দ্রাবিড় ২০০৩ সালে অ্যাডিলেডে ২৩৩ রান করেছিলেন। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে একই সফরে সচিন তেন্ডুলকর ডাবল সেঞ্চুরি করেছিলেন। পারথে যশস্বী জয়সওয়াল আউট হলেন ১৬১ রানে। মিচেল মার্শের বোলিংয়ে জারালো কাট করেছিলেন যশস্বী। যদিও তা সোজা পয়েন্টে থাকা স্টিভ স্মিথের হাতে। স্ট্যান্ডিং অবেশনে মাঠ ছাড়েন যশস্বী।