TV9 বাংলা ডিজিটাল – তাঁদের নামেই নামাঙ্কিত ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের মত তাঁরাও অপেক্ষা করছেন দুই সেরা দলের লড়াই দেখার। সিরিজ শুরুর ৪৮ ঘন্টা আগে এক ভার্চুয়াল ইন্টারভিউতে একসঙ্গে পাওয়া গেল দুই প্রাক্তন তারকাকে। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও অ্যালান বর্ডার (Allan Border) দুজনই মুগ্ধ শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং দেখে।
আরও পড়ুন – পূজারাকেই যত ভয় হেডেনের
সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়া এ দলের প্রস্তুতি ম্যাচ দেখেছেন বর্ডার। সেই ম্যাচে হনুমা ও ঋষভ শতরান করলেও, বর্ডার মজে আছেন শুভমান গিলে। পাঞ্জাবের তরুণ ক্রিকেটারের ব্যাটিং দেখে মুগ্ধ তিনি। চাইছেন, প্রথম টেস্টে ভারতীয় ওপেনার হিসেবে মাঠে নামুক শুভমান। বর্ডার বলছেন, ‘সিডনিতে বসে আমি খেলা দেখেছি। শুভমানের ব্যাটিং দেখে আমি মুগ্ধ। ওর স্টাইল, টেম্পারমেন্ট অসাধারণ। তরুণ ক্রিকেটার, মাঝেমাঝে হয়তো কিছু খারাপ শট খেলবে। কিন্তু ও প্রতিভার ধনী। ‘
আরও পড়ুন – স্লেজিং আর শর্ট বলের জন্য তৈরি ভারত: শুভমান
বর্ডারের কথাকে সমর্থন করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও। প্রথম ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তিনি শুভমানকেই ওপেনার হিসেবে দেখতে চাইছেন। ওপেনারের লড়াইতে শুভমানের সঙ্গে আছেন আরেক তরুণ ক্রিকেটার পৃথ্বী শ্। সানি বলছেন, ‘পৃথ্বীর উচিত নিজের ব্যাটিং নিয়ে আরও পর্যালোচনা করা। বর্তমানে পৃথ্বী যে ভাবে খেলছে তাতে ওর পক্ষে ধারাবাহিক সাফল্য পাওয়া কঠিন। ওকে ডিফেন্স আরও মজবুত করতে হবে। শুরুর দিকে শট খেলবার প্রবনতা কমাতে হবে।’