পূজারাকেই যত ভয় হেডেনের

২০১৮-১৯ সফরে অস্ট্রেলিয়ার বোলারদের সমানে পাহাড়ের মতই দাঁড়িয়ে ছিলেন পূজারা। ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন টিম ইন্ডিয়ার নাম্বার থ্রি।

পূজারাকেই যত ভয় হেডেনের
প্রথম প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান পূজারার ব্যাটে। ছবি সৌজন্যে - টুইটার (চেতেশ্বর পূজারা)
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 6:03 PM

TV9 বাংলা ডিজিটাল- গত বার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। চার টেস্টের সিরিজে ৫২১ রান করেছিলেন। ছিল তিনটে ঝকঝকে সেঞ্চুরি। সেই চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এ বারও ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড। এমনই মনে করছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar), ম্যাথু হেডেনের(Matthew Hayden) মতো প্রাক্তনরা।

আরও পড়ুন – স্লেজিং আর শর্ট বলের জন্য তৈরি ভারত: শুভমান

হেডেন যেমন বলেই দিয়েছেন, ‘আমরা অস্ট্রেলিয়ানরা কফি খেতে ভালোবাসি। পূজারার ব্যাটিং দেখতে দেখতে কফি খেতে খুবই ভালো লাগে। কিন্তু বাস্তবটা হল, গত সিরিজে ও আমাদের যথেষ্ট সমস্যায় ফেলেছিল। আজকের ক্রিকেটে আমরা ব্যাটসম্যানের স্ট্রাইকরেট নিয়ে কথা বলি। যাদের স্ট্রাইক রেট বেশি, তাদের পছন্দও করি। কিন্তু কিছু প্লেয়ার আছে টেস্ট ক্রিকেটে, যাদের স্ট্রাইক রেট পঞ্চাশের কম হয়। কিন্তু তারা জানে কী ভাবে বিপক্ষকে চাপে রাখতে হয়। পূজারা হল ওই ধরণের ক্রিকেটার।’

আরও পড়ুন – বিরাটকে তাতিও না, স্মিথদের সতর্ক করছেন ফিঞ্চ

প্রায় মাসখানেক ক্রিকেটের মধ্যে নেই পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সেটা কোনও সমস্যার নয় বলে মনে করছেন গাভাসকর। তাঁর কথায়, ‘চারটে টেস্ট মানে কুড়ি দিনের টেস্ট ক্রিকেট। তার মধ্যে যদি পনেরো দিন ও ব্যাট করে, আমি খুব খুশি হব। পূজারার ম্যাচ প্র্যাক্টিসে না থাকাটা খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। কারণ ও মানসিক ভাবে খুবই শক্তিশালী। পূজারার সবচেয়ে বড় গুণ হল, ও ব্যাট করতে ভালোবাসে, ক্রিজে সময় কাটাতে চায়, যে কোনও বোলারকে সামলাতে ভালোবাসে। গত দু’বছরে পূজারা শট নির্বাচনের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে।’