থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা প্রতিবন্ধী করেছে বোলারদের: সচিন
থুতু ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর থেকে বোলাররা কার্যত প্রতিবন্ধী হয়ে গিয়েছে। যত দিন না থুতুর পরিবর্ত হিসেবে কোনও কিছু আসে, তত দিন এমনই হবে। বলছেন সচিন।
TV9 বাংলা ডিজিটাল – করোনার প্রভাবে বলে থুতু (saliva) ব্যবহার নিষিদ্ধ (ban) করেছে আইসিসি। যা প্রতিবন্ধী (handicapped) করে তুলেছে বোলারদের। আর কেউ নন, এমন মনে হচ্ছে খোদ সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। সাংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সচিন বলেছেন, ‘বলে থুতু ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর থেকে বোলাররা কার্যত প্রতিবন্ধী হয়ে গিয়েছে। যত দিন না থুতুর পরিবর্ত হিসেবে কোনও কিছু আসে, তত দিন এমনই হবে।’ সঙ্গে জুড়েছেন, ‘ক্রিকেটে আদি অনন্ত কাল ধরে ঘাম আর থুতুর ব্যবহার চলে আসছে। আমি তো বলব, ঘামের থেকেও অনেক বেশি কার্যকর থুতু।’
আরও পড়ুন – পূজারাকেই যত ভয় হেডেনের
কিছু দিন আগে যশপ্রীত বুমরার মতো বোলারও মনে নিয়েছেন, টেস্টের সময় থুতু ব্যবহার করতে না পারলে যথেষ্ট মুশকিলে পড়বেন তাঁরা। যা নিয়ে সচিনের যুক্তি, ‘বোলাররা অনেক বেশি থুতুর উপর নির্ভরশীল। সেটা আপাতত কেড়ে নেওয়া হয়েছে। যদি ব্যাটসম্যানদের বলা হয়, অফস্টাম্পে তারা কোনও রান করতে পারবে না, তা হলে যেমন হয়, এটা অনেকটা সেই রকম।’
আরও পড়ুন – স্লেজিং আর শর্ট বলের জন্য তৈরি ভারত: শুভমান
১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। দুই টিমেই রয়েছেন বিশ্বমানের বোলার। কিন্তু থুতু ব্যবহার করতে না পারলে তারা বিপক্ষের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারবেন না। ফলে ব্যাটসম্যানদের সাফল্যের উপরেই নির্ভর করবে ম্যাচের ফল। সচিন বলছেন, ‘টেস্ট ক্রিকেট সব সময় অন্য রকম। সাদা বলের ক্রিকেটে ব্যাট-বলের মধ্যে কোনও ভারসাম্য থাকে না। যেটা টেস্টে দেখা যায়। আমি তো বলব, বোলাররা অতীত ভুলে শুধু টেস্ট নিয়েই ভাবুক। ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে কে ভালো বল করেছিল, তা নির্ভর করবে না এখানে। লাল বলে কে ভালো পারফর্ম করল, সেটাই আসল হয়ে উঠবে।’