ছয় মাস বাড়ি যেতে পারিনি, আক্ষেপ ক্যারিবিয়ান ক্রিকেটারের

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অধিনায়ক জেসন হোল্ডারের (Jason Holder)আক্ষেপ, পরপর সিরিজ চলার ফলে তিনি ছয় মাস বাড়ি যেতে পারেননি।

ছয় মাস বাড়ি যেতে পারিনি, আক্ষেপ ক্যারিবিয়ান ক্রিকেটারের
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Dec 14, 2020 | 7:36 PM

TV9 বাংলা ডিজিটাল : দীর্ঘ ৬ মাস তিনি বাড়ি যেতে পারেননি। পরিবারের কাছে যেতে না পারার যন্ত্রনা যেন কুরে কুরে খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ককে। কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অধিনায়ক জেসন হোল্ডার (Jason Holder) এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন বায়ো বাবলে থাকা খুব কঠিন। হোল্ডার বলেন, “এই বছরটা ভীষণ কঠিন। মহামারির সময় যে সকল ক্রিকেটার জীবনের ঝুঁকি নিয়ে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে খেলা চালিয়ে গেছে ,আমি তাঁদের সম্মান জানাই।”

কোভিড পরিস্থিতির সময় থেকেই একের পর এক সিরিজ খেলছে ক্যারিবিয়ানরা। এবার বিরতির প্রয়োজন। ক্রিসমাসের সময় বাড়িতে থাকলে সব ক্রিকেটারই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবার সুযোগ পাবেন, এমনটা বললেন হোল্ডার। এবার সেই সুযোগ ক্যারিবিয়ান ক্রিকেটারদের সামনে। আগামী বছর জানুয়ারির শুরুর দিকে ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফর। তার আগে বাড়ি ফিরবেন ক্রিকেটাররা।

সোমবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)।ক্যারিবিয়ানদের টেস্টে হারিয়ে কিউয়ি-রা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) পয়েন্ট টেবিলে ৩ নম্বরে পৌঁছে গেছে। এই প্রথমবার ইংল্যান্ডকে টপকে গেল নিউজিল্যান্ড।