স্লেজিং আর শর্ট বলের জন্য তৈরি ভারত: শুভমান
প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সিরিজে নামতে তৈরি শুভমান গিল। ভয় পাচ্ছেন না অজি বাউন্সার বা স্লেজিং নিয়ে।
TV9 বাংলা ডিজিটাল – অস্ট্রেলিয়ার (Australia) স্লেজিং (sledging) আর শর্ট বল (short ball) সামলানোর জন্য তৈরি ভারতীয় টিম (Indian Team)। বলছেন ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill)।
অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দুটো ইনিংসে ৪৩ ও ৬৫ করেছেন শুভমান। অ্যাডিলেড টেস্টে তাঁকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে। কেকেআরের ক্রিকেটার অস্ট্রেলিয়ার মতো পেশাদার ও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
Sledging and chin music-tactics? Think again. This #TeamIndia is ready to take it on ? ?? ⚔️ ?? @RealShubmanGill speaks about his mindset ahead of #AUSvIND Tests, the pink-ball challenge and more#KKRhttps://t.co/qIQMuXCW5S
— KolkataKnightRiders (@KKRiders) December 14, 2020
কেকেআরের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শুভমান বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলা সব সময় কঠিন। আমি সব কিছুর জন্য তৈরি আছি। ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার থেকে বড় সুযোগ আর হয় না। অস্ট্রেলিয়ার পিচে রান করতে পারলে যে কোনও ব্যাটসম্যানের আত্মবিশ্বাস প্রবল বেড়ে যায়।’
গত সফরে টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহলির ভারত। কিন্তু ওই পুরো সিরিজ জুড়ে টিম পেইন আর বিরাটের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। এ বারও যে ভারতীয়দের বিরুদ্ধে অজিরা স্লেজিং চালাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যা নিয়ে শুভমান বলছেন, ‘একটা সময় ছিল, ভারতীয় ক্রিকেটাররা যখন খুব একটা আগ্রাসী ছিল না। যে কারণে তাদের বিরুদ্ধে স্লেজিং করা যেত। কিন্তু সেই পরিস্থিতি পাল্টে গিয়েছে। সমস্ত চরিত্রই আলাদা হয়। কিছু প্লেয়ার চুপচাপ থাকতে ভালোবাসে। আর কিছু প্লেয়ার পাল্টা দিতে চায়। আমি সব সময় চুপ করে থাকতে যেমন ভালোবাসি না, তেমনই বিপক্ষকে সব সময় পাল্টা দিতেও চাই না।’
আরও পড়ুন – বিরাটকে তাতিও না, স্মিথদের সতর্ক করছেন ফিঞ্চ
অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড পর্যন্ত বলেছেন, ভারতকে থামানোর জন্য বাউন্সার তাঁদের অন্যতম স্ট্র্যাটেজি হতে চলেছে। যা নিয়ে শুভমান অকপট, ‘বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্টের সময় থেকে গোলাপি বলে ভারতীয় টিম যথেষ্ট প্র্যাক্টিস করেছি। তবে আমি কখনও কোনও দিন-রাতের ম্যাচ খেলিনি। তবে এটা কোনও সমস্যার নয়।’