২০২২ মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ, ৬ মার্চ নামছে ভারত

sushovan mukherjee |

Dec 15, 2020 | 2:11 PM

২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। কিন্তু করোনার জন্য তা পিছিয়ে ২০২২ সালে হবে।

২০২২ মহিলা বিশ্বকাপের সূচি প্রকাশ, ৬ মার্চ নামছে ভারত
নিউজিল্যান্ডে বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠান। ছবি সৌজন্যে - আইসিসি

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – মেয়েদের ২০২২ সালের ওয়ান ডে বিশ্বকাপের (2022 women’s world cup) সূচি ঘোষণা করে দিল আইসিসি (ICC)। আট টিমের বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডের ছ’টা ভেনুতে। ভারত (India), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো টিমগুলোর সঙ্গে খেলতে আরও তিনটে টিম। যাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

 

 

রাউন্ড রবিন লিগে ৬ মার্চ (6 March) হরমনপ্রীত সিং, স্মৃতি মান্ধানাদের প্রথম ম্যাচ যোগ্যতা অর্জনকারী টিমের বিরুদ্ধে। পরের ম্যাচ ১০ মার্চ আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ১২ মার্চ, আর এক যোগ্যতা অর্জনকারী টিমের বিরুদ্ধে খেলা মিতালি রাজের টিমের। ১৬ মার্চ ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। যাদের বিরুদ্ধে ২০১৭ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন হরমনপ্রীতরা। ১৯ মার্চ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২২ মার্চ ফের যোগ্যতা অর্জনকারী টিমের বিরুদ্ধে খেলা। ২৭ মার্চ ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

 

 

২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে হওয়ার কথা ছিল বিশ্বকাপের। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালের ৪ মার্চ-৩ এপ্রিল হবে মেয়েদের বিশ্বকাপ। ৩০ ও ৩১ মার্চ সেমিফাইনাল। ৩ এপ্রিল ফাইনাল।

আরও পড়ুন – শুভমানে মুগ্ধ বর্ডার-গাভাসকর

ভারতের ক্যাপ্টেন মিতালি রাজ বলেছেন, ‘একটা বছর আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করেছি। এ বার মাঠে ফেরার জন্য ছটফট করছি। আইসিসি টুর্নামেন্টে গত কয়েক বছর ধরেই ভারত দারুণ পারফর্ম করছে। আমরা যদি ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারি, তা হলে বিরাট ব্যাপার হবে। পরবর্তী প্রজন্মের কাছে আমরা একটা উদাহরণ তৈরি করতে পারব।’

Next Article