নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ব্র্যাড হগ (Brad Hogg) মনে করেন, মুথাইয়া মুরলীথরনের (Muttiah Muralitharan) টেস্ট ক্রিকেটে (Test Cricket) ৮০০ উইকেটের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তা আর কেউ নন, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আপাতত অশ্বিনের ঝুলিতে টেস্ট ক্রিকেটে রয়েছে ৪০৯টি উইকেট। তবে হগ মনে করেন, অশ্বিন যেভাবে তাঁর বোলিংয়ে উন্নতি করছেন তাতে তিনি টেস্ট ক্রিকেটে ৬০০-র বেশি উইকেট নিতে পারবেন।
অশ্বিনের বয়স এখন ৩৪। প্রাক্তন অজি ক্রিকেটারের মতে, তিনি এখনও আট বছর ধরে লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন। মুরলীথরনের রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন, এটা বলার পাশাপাশি হগ মনে করেন, অশ্বিনই সর্বকালের সেরা অফ স্পিনার। তিনি বলেছেন, “আমার মনে হয় ও ৪২ বছর বয়স অবধি টেস্ট ক্রিকেট খেলবে। সময়ের সাথে সাথে ওর ব্যাটিংয়ের ধার পরিবর্তন হলেও, বোলিংয়ে আরও তীক্ষ্ণ হচ্ছে ও। আমি দেখতে পাচ্ছি ও কম করে হলেও ৬০০-র বেশি টেস্ট উইকেট নেবেই। শুধু তাই নয় ও কিন্তু মুথাইয়া মুরলীথরনের টেস্টে ৮০০ উইকেট নেওয়ার রেকর্ডও ভাঙতে পারে।”
হগ আরও বলেছেন, “ক্রিকেটার হিসেবে অশ্বিন আগের থেকে ক্ষুরধার হয়েছে। আমার যে কারণে ওকে সেরা মনে হয়। ইংল্যান্ডের পরিস্থিতি বোঝার জন্য ও কাউন্টি ক্রিকেটও খেলেছে এবং গত কয়েক বছরে যার ফলে অশ্বিন খুব সফলও হয়েছে।”
আরও পড়ুন: নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন, ভারতের নতুন অনুশীলন জার্সি