নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে অশ্বিন, ভারতের নতুন অনুশীলন জার্সি
১৩ টেস্টে ৬৭ উইকেট নিয়েছেন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৪ উইকেট নিলেই ভেঙে দেবেন কামিন্সের রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে চারবার চার উইকেট করে নিয়েছেন অশ্বিন।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) আগে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের হাতছানি ভারতীয় অফস্পিনারের সামনে। টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (Pat Cummins)। ১৪ টেস্টে ৭০ উইকেট নিয়েছেন কামিন্স।
১৩ টেস্টে ৬৭ উইকেট নিয়েছেন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৪ উইকেট নিলেই ভেঙে দেবেন কামিন্সের রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে চারবার চার উইকেট করে নিয়েছেন অশ্বিন। একই রেকর্ড রয়েছে নাথান লিয়ঁর ঝুলিতেও। ফাইনালে এক ইনিংসে চার বা তার বেশি উইকেট নিলে সেই রেকর্ড ভেঙে দেবেন ভারতীয় অফস্পিনার। ৬৭ উইকেটের মধ্যে ৫২ উইকেট দেশের মাটিতেই নিয়েছেন অশ্বিন। ১৫টি উইকেট বিদেশের মাটিতে। তার মধ্যে ১২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ায়।
নিউজিল্যান্ডের টিম সাউদি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৫১ উইকেট নিয়েছেন। ফাইনালে দুই ইনিংস মিলিয়ে মোট ২০ উইকেট নিলে তবেই কামিন্সের রেকর্ড ভাঙতে পারবেন তিনি। তবে সেক্ষেত্রে অশ্বিনকেও চারের কম উইকেট পেতে হবে।
এ দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন প্র্যাকটিস জার্সি (new training jersey) পরে অনুশীলন করবে টিম ইন্ডিয়া (Team India)। সেই জার্সি পরে সামনে এলেন ময়াঙ্ক আগারওয়াল। ভারতের নতুন প্র্যাকটিস জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি দিয়ে মায়াঙ্ক জানান, তাঁদের প্রস্তুতি অনেক ভালো ভাবে হচ্ছে এবং নতুন চ্যালেঞ্জের জন্য তাঁরা মুখিয়ে। রবীন্দ্র জাদেজাও নতুন প্র্যাকটিস জার্সি পরে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। মুম্বইয়ে ২ সপ্তাহের কোয়ারান্টিন পর্ব মিটিয়ে ২ জুন ইংল্যান্ড রওনা দেবেন কোহলিরা। সেখানে ১০ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে ভারতীয় দলকে।
আরও পড়ুন: জিদানের বিদায়, নতুন কোচের লড়াইয়ে রাউল