বিশ্বক্রিকেটে এখন অতি পরিচিত শব্দ বাজবল। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের এই খেলার ধরন বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে। আর সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং হবে, এমনটাই তো প্রত্যাশিত! তবে সব দেশেরই যে অনবদ্য ব্যাটিং লাইন আপ থাকবে একথা হলপ করে বলা যাবে না। পাকিস্তান ক্রিকেটেও যেমন। পুরো টিমটাই যেন বাবর আজম নির্ভরশীল। বাবর দ্রুত ফিরলে, আত্মবিশ্বাস হারিয়ে যাক পাকিস্তান লাইন আপের। এটাই চান না পাকিস্তানের কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন। তিনি চান, বিধ্বংসী ক্রিকেট খেলুক তাঁর দল। প্লেয়ারদের কাছে এটি তাঁর কোনও অনুরোধ নয়, বরং নির্দেশ। কী বলতে চাইছেন পাকিস্তান কোচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সামনে এশিয়া কাপ। এরপরই ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। এশিয়া কাপের প্রস্তুতিতে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজটি হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচই এশিয়া কাপে। এই সিরিজের মাধ্যে আগে ভাগে এশিয়া কাপের প্রস্তুতিও সেরে নিতে চাইছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কা যাওয়ার আগে লাহোরে একটি শিবির করে পাকিস্তান। সেখানেই কোচ তাঁর চাহিদার কথা, পরিষ্কার করে দেন।
পাকিস্তান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেন, ‘অনুশীলনে দক্ষতা দেখানোয় জোর দিচ্ছি না। আমাদের নজর সেই দক্ষতা গুলো ম্যাচে কাজে লাগানো। আর কোচের তরফে প্লেয়ারদের এটা কোনও অনুরোধ নয়। এটা টিমের জন্য জরুরি। বিশ্ব ক্রিকেট যে ভাবে পরিবর্তন হচ্ছে, আমাদেরও তার সঙ্গে মানানসই হতে হবে। আমরা জেতার জন্য ঝাঁপাতে চাই। প্লেয়ারদের কাছে সেটাই চাহিদা। ক্রিকেট যে পথে এগচ্ছে, আমরা সেই পথের লিডার হতে চাই।’
তাহলে কি আল্ট্রা অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের কথাই বলতে চাইছেন পাকিস্তান কোচ? ঘুরে ফিরে সেই প্রসঙ্গই এল বারবার। আর পাকিস্তানের এই নতুন স্টাইলের পরিকল্পনাকে কী বলা যায়! বার্নবল? পাকিস্তান কোচ তাদের পরিকল্পনা প্রসঙ্গে বলছেন, ‘আমরা একটা বিষয়ে পরিষ্কার ধারনা তৈরি করেছি। অ্যাটাকিং ক্রিকেট খেলব। বিশেষ করে মিডল ওভারে। ওয়ান ডে ফরম্যাটে মাঝের ওভারে রান তোলার খুবই গুরুত্বপূর্ণ। আর এখানেই পাকিস্তান সাফল্য পাচ্ছে না। সেটারই প্রস্তুতি নিচ্ছি।’