AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dewald Brevis: ডুপ্লেসিকে ছাপিয়ে নতুন ইতিহাস, টি-টোয়েন্টিতে বড় রেকর্ড বেবি এবির

T20 Cricket: খেলার নিশ্চয়তা পেয়েছিলেন, না করেননি আর। মরসুমের মাঝপথে যোগ দিয়ে বিধ্বংসী কিছু ইনিংস খেলেছিলেন। তেমনই ফিল্ডিংয়েও নজর কেড়েছিলেন। এ বার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ঝড় তুললেন বেবি এবি।

Dewald Brevis: ডুপ্লেসিকে ছাপিয়ে নতুন ইতিহাস, টি-টোয়েন্টিতে বড় রেকর্ড বেবি এবির
Image Credit: PTI
| Updated on: Aug 12, 2025 | 11:34 PM
Share

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে আগেও খেলেছেন। বেবি এবি নামেই পরিচিত ডিওয়াল্ড ব্রেভিস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অতীতে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। কিন্তু গত মরসুমের মেগা অকশনে অবিক্রিতই ছিলেন এই তরুণ বিধ্বংসী ব্যাটার। পরে অবশ্য আইপিএলে অন্য টিমে ডাক পেয়েছিলেন। কিন্তু তাঁকে খেলানো হবে কি না, সেই নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি যে টিম তাঁকে ডেকেছিল। ব্রেভিসও আগ্রহ দেখাননি। অবশেষে চেন্নাই সুপার কিংসে সুযোগ। খেলার নিশ্চয়তা পেয়েছিলেন, না করেননি আর। মরসুমের মাঝপথে যোগ দিয়ে বিধ্বংসী কিছু ইনিংস খেলেছিলেন। তেমনই ফিল্ডিংয়েও নজর কেড়েছিলেন। এ বার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ঝড় তুললেন বেবি এবি।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিং ডিওয়াল্ড ব্রেভিসের। ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক স্কোর ছিল ফাফ ডুপ্লেসির। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ করেছিলেন ফাফ। তেমনই প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে (২২ বছর ১০৫ দিন) টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪১ বলে সেঞ্চুরিতে পৌঁছন ব্রেভিস। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। এই রেকর্ড রয়েছে ডেভিড মিলারের দখলে। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন মিলার।