বিরাটের সিদ্ধান্তে আমি অবাক: লারা
Brian Lara on Virat Kohli: ভিকের সিদ্ধান্তে অবাক হলেও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি তাঁর সিদ্ধান্তকে সমর্থনও করেছেন।
নয়াদিল্লি: আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিরাট কোহলির (Virat Kohli) টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত অনেক প্রাক্তন ক্রিকেটারকেই চমকে দিয়েছে। সেই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও (Brian Lara)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিরাটের সিদ্ধান্ত তাঁকে রীতিমতো চমকে দিয়েছে। ভিকের এই সিদ্ধান্তে তিনি অবাক হয়ে গিয়েছেন।
বিরাটের টি-২০ অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে লারা বলেন, “আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ কোহলি দারুণ কাজ করেছে (অধিনায়ক হিসাবে) এবং দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াদের বিরুদ্ধে খেলে ওদের হারিয়েছেও।” তিনি যোগ করেন, “এটাই অধিনায়ক হিসেবে ওর প্রথম টি-২০ বিশ্বকাপ এবং এরপরেই ও টি-২০-র অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে, যা কিন্তু বেশ বিস্ময়কর।”
তবে চাপের কারণে ভিকের ক্যাপ্টেন্সি ছাড়ার ব্যাপারের সঙ্গে নিজের তুলনা করে লারা বলেন, “আমি যখন খেলতাম তখন আমারও এই সমস্যাগুলি ছিল, যার কারণে কয়েকবার আমি অধিনায়কের পদ থেকে সরে এসেছিলাম। কারণ এটি খুব, খুব চাপের ছিল।” তবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোহলির সিদ্ধান্তকে সমর্থনও করেছেন। তাঁর কথায়, বিরাটের এই সিদ্ধান্ত ওকে ব্যাক্তিগতভাবে যতটা উপকৃত করবে ঠিক ততটাই ভারতীয় দলকেও উপকৃত করবে।
১৬ সেপ্টেম্বর টুইটারে নিজের বিবৃতিতে বিরাট লেখেন, ‘এই সিদ্ধান্তে আসতে অনেকখানি সময় লেগেছে। কাছের লোকজনদের সঙ্গে, রবি শাস্ত্রী, রোহিত শর্মার মতো যারা ভারতীয় টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে, তাদের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করব না। একই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ, প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, নির্বাচকদের সঙ্গে কথাও বলেছি। নিজের যোগ্যতা মতো আমি ভারতীয় ক্রিকেটের সেবা করে যাব।’
বিরাট নিজের বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেটে এখন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। গত ৮-৯ বছর ধরে ব্যাপক পরিমাণ ওয়ার্কলোড নিয়ে খেলছি, একই সঙ্গে তিনটে ফর্ম্যাটে ক্যাপ্টেন্সিও করছি। আমার মনে হয়েছে, এই মুহূর্তে আমার নিজেকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত। তবে, আমি ওয়ান ডে ও টেস্ট টিমের ক্যাপ্টেন্সির জন্য বরাবরের মতো তৈরি আছি।’
একই সঙ্গে বিরাট নিজের কথায় লিখেছেন, ‘আমি খুব ভাগ্যবান যে, ভারতীয় টিমে খেলার সুযোগ পেয়েছি, নেতৃত্ব দিতে পেরেছি। যাঁরা এই যাত্রাপথে আমার পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। টিমের সবাই আমার পাশে না থাকলে যতটুকু সাফল্য পেয়েছি, সেটা সম্ভব হত না।’
?? ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
আরও পড়ুন: Virat Kohli: টি-২০-র পর আরসিবির ক্যাপ্টেন্সিও ছাড়লেন বিরাট কোহলি