IPL 2025 Restart: ফিরছে আইপিএল, বিদেশিদের নিয়ে কোন দল কতটা চ্যালেঞ্জের সামনে?
Indian Premier League: লিগ পর্বের ম্যাচ চলবে ২৭ মে পর্যন্ত। এরপর প্লে-অফ। ৩ জুন ফাইনাল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচির জন্য অনেক টিমই তাদের বিদেশি প্লেয়ারদের নাও পেতে পারে। কোন দল কী পরিস্থিতিতে রয়েছে?

পহেলগাঁওয়ে জঙ্গি হানা। নিরীহ পর্যটকদের হত্যা করেছিল জঙ্গিরা। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তার দায়ও স্বীকার করেছিল। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। দেশের নিরাপত্তার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক সপ্তাহের জন্য় স্থগিত রাখা হয়েছিল। ১৭ মে ফিরছে আইপিএলের বাকি অংশ। বেঙ্গালুরুতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বের ম্যাচ চলবে ২৭ মে পর্যন্ত। এরপর প্লে-অফ। ৩ জুন ফাইনাল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচির জন্য অনেক টিমই তাদের বিদেশি প্লেয়ারদের নাও পেতে পারে। কোন দল কী পরিস্থিতিতে রয়েছে?
আইপিএল প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকা গুজরাট টাইটান্স প্লে-অফে পাবে না জস বাটলারকে। তেমনই প্লে-অফের সামনে থাকা আরসিবিও প্লে অফে পাবে না জ্যাকব বেথেলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আরসিবিরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ প্রোটিয়া পেসার লুনগি এনগিডি এবং অজি পেসার জশ হ্যাজলউডকে। মুম্বই ইন্ডিয়ান্সও প্লে-অফে পাবে না উইল জ্যাকসকে। বাটলার, বেথেল ও উইল জ্যাকসকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেখেছে ইংল্যান্ড। তবে লিগ পর্বের ম্যাচে বেথেলকে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই বলেই খবর।
ইংল্যান্ড বোর্ড আগে জানিয়েছিল, আইপিএলে থাকা প্লেয়ারদের তারা পুরো টুর্নামেন্টেই খেলার সুযোগ দেবে। যদিও সেটা পুরনো সূচি অনুযায়ী। অর্থাৎ ২৫ মে ফাইনালের কথা ছিল। সেই অবধি কোনও সমস্যা ছিল না বিদেশি প্লেয়ারদের পাওয়ার বিষয়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়বে আরসিবিই। কারণ, তাঁদের ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেপার্ডকেও সম্ভবত ইংল্যান্ড সিরিজের জন্য পাওয়া যাবে না। তেমনই গুজরাট টাইটান্স নাও পেতে পারে শেরফান রাদারফোর্ডকে।
ইংল্যান্ড টিমের আরও দুই সদস্য যাঁরা আইপিলে রয়েছেন অর্থাৎ জেমি ওভার্টন ও জোফ্রা আর্চারকে নিয়ে অবশ্য সমস্য়া নেই। এই দু-জনের টিম চেন্নাই ও রাজস্থান প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। অন্য দিকে, সানরাইজার্স হায়দরাবাদও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। লিগ পর্বের ম্যাচে অংশ নিতে আসছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স ও ট্রাভিস হেড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জশ ইংলিশও। তিনি পঞ্জাব কিংসে রয়েছেন। তাদের বিদেশি প্লেয়ার জাভিয়ের বার্টলেট, আজমতুল্লা ওমরজাই, মিচেল আওয়েনকে নিয়ে সমস্য়া নেই। কিন্তু মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, জশ ইংলিশ, অ্যারন হার্ডিকে পাওয়া যাবে না কি না নিশ্চয়তা নেই। জানসেন (দক্ষিণ আফ্রিকা), ইংলিশ (অস্ট্রেলিয়া) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রয়েছেন। বাকিদের অপেক্ষায় পঞ্জাব কিংস।
দক্ষিণ আফ্রিকার ঘোষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে আইপিএলের আট প্লেয়ার রয়েছেন-কাগিসো রাবাডা (গুজরাট), লুনগি এনগিডি (আরসিবি), ত্রিস্তান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্কব়্যাম (লখনউ), রায়ান রিকলটন, করবিন বশ (মুম্বই ইন্ডিয়ান্স), মার্কো জানসেন (পঞ্জাব কিংস), উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকা বোর্ড অবশ্য এখনও নিশ্চিত করেনি, আইপিএলের প্লে-অফ অবধি ছাড়া হবে কি না তাদের।





