Chris Cairns: অস্ত্রোপচারের পর শরীরে দেখা দিয়েছে আরও সমস্যা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 19, 2021 | 6:01 PM

অস্ত্রোপচারের আরও অনেক সমস্যা দেখা দিয়েছে তাঁর শরীরে। পক্ষাঘাতে ভুগছেন তিনি। পা এবং মেরুদণ্ডে সমস্যা তৈরি হয়েছে। সোশ্য়াল নেটওয়ার্কে এ দিন একটি ভিডিয়ো বার্তায় নিজের শরীরের অবস্থা জানান ক্রিস কেয়ার্নস। তিনি বলেন, '৬ সপ্তাহ আগে টাইপ-এ অ্যারোটিক ডিসেকশনে ভুগছিলাম। আমার হৃদযন্ত্রে জল জমেছিল।'

Chris Cairns: অস্ত্রোপচারের পর শরীরে দেখা দিয়েছে আরও সমস্যা
ক্রিস কেয়ার্নস। ছবি: টুইটার

Follow Us

ক্যানবেরা: মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। জীবনকেও ২২ গজের মতোই দেখছেন ক্রিস কেয়ার্নস (Chris Cairns)। ক্রিকেট জীবনে কম চ্যালেঞ্জ নেননি নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন অলরাউন্ডার। জীবনযুদ্ধেও চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। গত মাসেই অস্ট্রেলিয়ার এক হাসপাতালে হৃদজনিত সমস্যায় ভর্তি হয়েছিলেন কেয়ার্নস। বুকে অস্ত্রোপচারও হয় তাঁর। হাসপাতালে থাকাকালীন একটা সময় সংকটজনক অবস্থায় ছিলেন প্রাক্তন কিউয়ি অলরাউন্ডার।

অস্ত্রোপচারের আরও অনেক সমস্যা দেখা দিয়েছে তাঁর শরীরে। পক্ষাঘাতে ভুগছেন তিনি। পা এবং মেরুদণ্ডে সমস্যা তৈরি হয়েছে। সোশ্য়াল নেটওয়ার্কে এ দিন একটি ভিডিয়ো বার্তায় নিজের শরীরের অবস্থা জানান ক্রিস কেয়ার্নস (Chris Cairns)। তিনি বলেন, ‘৬ সপ্তাহ আগে টাইপ-এ অ্যারোটিক ডিসেকশনে ভুগছিলাম। আমার হৃদযন্ত্রে জল জমেছিল। বেশ কয়েকটা অস্ত্রোপচার করা হয় আমার শরীরে। চিকিৎসকদের ধন্যবাদ। কিন্তু অস্ত্রোপচারের পরই আমার নানা সমস্যা দেখা দিয়েছে। মেরুদণ্ডে সমস্যা দেখা দিয়েছে। রিহ্যাবে আছি এই মুহূর্তে। আমার মনে হয়, এটাই আমার জীবনের কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে। অনেকটা পথ চলা বাকি আছে। আমার শুভাকাঙ্খীদের ধন্যবাদ।’

 

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫ ওয়ান ডে এবং ২টো টি-২০ খেলেছেন। ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কেয়ার্নস। লাইফ-সেভিং হার্ট সার্জারিতে সুস্থ হলেও দেখা দিয়েছে অন্যান্য সমস্যা।

 

আরও পড়ুন: IPL 2021: চমক দেখাবে শুভমন-নীতীশ জুটি: হাসি

Next Article