অ্যাডিলেডঃ ১৯১ রানে অস্ট্রেলিয়ার (Australia) প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে ভারতের ( India) দাপুটে বোলিং। কিন্তু খচখচানি রয়েই যাচ্ছে তারপরেও। খচখচানির কারন, ভারতীয় দলের ফিল্ডিং। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একটা-দুটো নয়, চার-চারটে ক্যাচ ফসকালেন ভারতীয় ফিল্ডাররা। যা নিয়ে দ্বিতীয় দিনটা বেশ সুখের হলেও, অস্বস্তির কাঁটা কিন্তু থাকছেই বিরাটের।
এদিন ৪টি ক্যাচ মিসের মধ্যে ৩টিই লাবুশানের( Marnus Labuschagne)।অ্যাডিলেড (Adeliade) টেস্টে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের যে ৩টি উইকেট ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সবচেয়ে বেশি মাথাব্যাথার কারন, তার মধ্যে অন্যতম অবশ্যই লাবুশানে। আর সেই অজি মিডল অর্ডার ব্যাটসম্যানেরই কিনা তিন-তিনবার ক্যাচ ফসকালো!
ওয়েডের উইকেেট হারিয়ে তখন ধুঁকছে অস্ট্রেলিয়া। শুরুতেই ওপেনারকে হারিয়ে যখন বিপাকে যন্ত্রণা বাড়ছে পেইনের দলে, ঠিক তখনই যন্ত্রণা আরও তীব্রতর করার সুযোগ পেয়েছিলেন বুমরাহ। ডেলিভারি বুঝতে না পেরে লাবুশানের খোঁচাও দিয়েছিলেন। কিন্তু বলের কাছে পৌঁছতে পারেননি ঋদ্ধিমান (Wriddhiman Saha)। জীবন ফিরে পান লাবুশানে। তখন মাত্র ১৫ নম্বর ডেলিভারি সামলাচ্ছিলেন ২৬ বছরের অজি মিডল অর্ডার ব্যাটসম্যান।
এরপর ফের একবার বুমরাহ-র বলেই ক্যাচ ফসকান পৃথ্বী শ (Prithvi Shaw)। আর তৃতীয়বার শামির (Mohammed Shami) বলে লাবুশানের ক্যাচ হাতছাড়া করেন স্বয়ং বুমরাাহ(Bumrah)। ম্যাচে ৩ বার জীবন ফিরে পেয়েও হাফসেঞ্চুরি করা হয়নি লাবুশানের। উমেশের (Umesh Yadav) বলে ৪৭ রানে এলবি ডব্লুউ হন তিনি।
এখানেই শেষ নয়, অ্যাডিলেডে ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিসের বহর আরও রয়েছে। এবারও বোলারের নাম জসপ্রীত বুমরাহ। ভারতীয় পেসারের বলে স্কোয়্যার লেগে পেইনের (Tim Paine) জোরালো শট ফসকান মায়াঙ্ক আগারওয়াল ( Mayank Agarwal)। যা আবার বাউন্ডারিও হয়ে যায়।
ভারতীয় ফিল্ডারদের এই মিসের বহর দেখে বিরক্ত সুনীল গাভাসকার। লাবুশানের ক্যাচ তিনবার মিস হওয়া দেখে বিরক্ত গাভাসকারের মন্তব্য, “ভারতীয় ফিল্ডারদের দেখে মনে হচ্ছে এক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়া দলকে বড়দিনের উপহার দিচ্ছে।”