Babar Azam: প্রেস কনফারেন্সে বাবরকে ‘ভাইপো’ বলে ডাক, ‘কাকু’ ইফতিকারের কথায় হাসির রোল!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 31, 2023 | 8:21 PM

Asia Cup 2023: ১৫ বছর পর পাকিস্তানে ফিরেছে এশিয়া কাপ। ঘরের মাঠে নেপালকে বিরাট ব্যাবধানে হারিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করেছে পাকিস্তান।

Babar Azam: প্রেস কনফারেন্সে বাবরকে ভাইপো বলে ডাক, কাকু ইফতিকারের কথায় হাসির রোল!
Babar Azam: প্রেস কনফারেন্সে বাবরকে 'ভাইপো' বলে ডাক, 'কাকু' ইফতিকারের কথায় হাসির রোল!
Image Credit source: Twitter

Follow Us

মুলতান: জয় দিয়ে যে কোনও টুর্নামেন্টের শুরু করতে চায় প্রতিটা দল। ১৫ বছর পর পাকিস্তানে ফিরেছে এশিয়া কাপ (Asia Cup)। ঘরের মাঠে নেপালকে বিরাট ব্যাবধানে হারিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করেছে পাকিস্তান। মুলতানে নেপালকে ২৩৮ রানে হারানো বাবর আজম (Babar Azam), ইফতিকার আহমেদরা (Iftikhar Ahmed) অবশ্য নেপালের বিরুদ্ধে জয় নিয়ে বেশি আলোচনা করতে নারাজ। কারণ বাবরের গ্রিন আর্মির এখন লক্ষ্য রোহিত শর্মার ভারতকে হারানো। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে অবশ্য নেপালের বিরুদ্ধে বড় জয় পাকিস্তানকে আত্মবিশ্বাস জোগাবে। নেপালের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন বাবর ও ইফতিকার। ম্যাচের শেষের প্রেস কনফারেন্সে মজার কথা শোনা গিয়েছে ইফতিকারের মুখে। বাবরকে ‘ভাইপো’ বলে সম্বোধন করেছেন পাক টিমের ‘কাকু’ ইফতিকার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপে সবচেয়ে কম বলে দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে পৌঁছে গিয়েছেন ইফতিকার আহমেদ। নেপালের বিরুদ্ধে মাত্র ৬৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। বাবরের সঙ্গে একটা অনবদ্য জুটি গড়েন ইফতিকার। এই দু’জনের শতরানে ভর করে নেপালের বিরুদ্ধে ৩৪৩ রানের লক্ষ্য রাখে পাকিস্তান। ৩৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০৪ রানে গুটিয়ে যায় নেপাল। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের পক্ষ থেকে আসেন ইফতিকার আহমেদ। সেখানেই তাঁকে বাবরের সঙ্গে পার্টনারশিপ নিয়ে প্রশ্ন করা হয়।

উত্তরে মজা করে ইফতিকার বলেন, ‘ভাইপো আর কাকা দু’জনই একে অপরকে আত্মবিশ্বাস দিয়েছে। বাবর বিশ্বমানের প্লেয়ার। ও যে ভাবে স্ট্রাইক রোটেট করে তাতে কোনও চাপ হয় না। আমরা একসঙ্গে ব্যাট করার সময় খেলাটা দারুণ উপভোগ করছিলাম।’

হঠাৎ ইফতিকার কেন কাকু হলেন পাক টিমের? আসলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমই প্রথম তাঁকে কাকু বলেছিলেন। তারপর থেকে ইফতিকার পাকিস্তান শিবিরের কাকু হয়ে গিয়েছেন। তাই মজার ছলে এ বার ইফতিকার পাক নেতা বাবরকে ভাইপো বলে সম্বোধন করেছেন।

Next Article