Neeraj Chopra : ৯০ মিটারের স্বপ্ন বিদেশি হাই জাম্পারকেও শুনিয়ে এসেছেন নীরজ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 01, 2023 | 7:46 AM

৯০ মিটারের লক্ষ্য তাঁকে পূরণ করতেই হবে। যে কোনও মূল্যে এই টার্গেট পূরণ করতে চান ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

Neeraj Chopra : ৯০ মিটারের স্বপ্ন বিদেশি হাই জাম্পারকেও শুনিয়ে এসেছেন নীরজ

Follow Us

কলকাতা : অলিম্পিক, বিশ্ব অ্যাথলেটিক্স, ডায়মন্ড লিগ, এশিয়ান গেমস, কমনওয়েলথ- এমন কোনও মঞ্চ আছে যেখানে ছাপ ফেলেননি নীরজ চোপড়া? উপরোক্ত সবকটি প্রতিযোগিতা থেকে নীরজ (Neeraj Chopra) সোনা তুলে এনেছেন। বিশ্ব মঞ্চে নীরজ মানেই যেন সোনার পদক। তেরঙ্গার জয়জয়কার। দেশের ২৫ বছরের জ্যাভলিন তারকা সাফল্যের চূড়োয় পৌঁছেও মনে করেন না যে তিনি সব পেয়ে গিয়েছেন। বিশ্ব অ্যাথলেটিক্সে সোনার ইতিহাস গড়ে এই কথাটাই বলেছিলেন নীরজ। খিদে তাঁর এখনও মেটেনি। নীরজের জ্যাভলিন (Javelin Throw) একের পর এক সোনা জেতালেও ৯০ মিটারের ঘর ছুঁতে পারেনি। প্রতিবারই ৯০ মিটারের লক্ষ্য় নিয়ে নামেন নীরজ। পদক জেতার আনন্দ তো রয়েছেই। একইসঙ্গে ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করে গেলে নীরজকে আর পায় কে? বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জ্যাভলিন হাতে তুলে নেওয়ার সময় পানিপথের ছেলে নীরজ চোপড়া অলিম্পিক পদকের স্বপ্ন দেখতেন। দীর্ঘদিন লালন করে আসা স্বপ্ন পূরণ হয়েছে প্রথম প্রচেষ্টাতেই। এরপর কোনও প্রতিযোগিতাতেই খালি হাতে ফেরেননি। তবে অলিম্পিক থেকে বিশ্ব অ্যাথলেটক্স, ডায়মন্ড লিগে এখনও পর্যন্ত ৯০ মিটার দূরে বর্শা ছুড়তে পারেননি নীরজ। তাঁর সমসাময়িক আর্শাদ নাদিমের ২০২২ কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের আশা পূরণ হয়েছে। চোটের কারণে সে বার কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি নীরজ। ৯০ মিটারের টার্গেটের জন্য কতটা মুখিয়ে নীরজ তা বিদেশি অ্য়াথলিটদেরও শুনিয়ে এসেছেন।

হাই জাম্পে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির জিয়ানমার্কো তাম্বেরি। জুরিখ ডায়মন্ড লিগে অংশ নেওয়া এই অ্যাথলিট বলেন, “আমি নীরজের সঙ্গে কথা বলছিলাম। ও আমাকে জানায় ৯০ মিটারের টার্গেট ও পূরণ করতে চায়। আমি ওকে বলি, আমরা জুরিখে রয়েছি। এখানের দর্শকরা দারুণ। আমি দর্শকদের ভিড় থেকে তোমাকে চিয়ার করব। তুমি শুধু ৮৯ মিটারের দিকে মনোযোগ দাও।” যদিও জিয়ান মার্কোর উৎসাহেও কাজ হয়নি। ক্লান্ত নীরজ বৃহস্পতিবার রাতে ডায়মন্ড লিগের জুরিখ পর্বে নেমেছিলেন। ছয়টি থ্রোয়ের পর ৮৫.৭১ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছেন নীরজ। প্রথম হয়েছেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ।

Next Article