কলকাতা : এশিয়া কাপের (Asia Cup 2023) সবচেয়ে সফল দল ভারত। আট বার এই ট্রফি জয়ের নজির রয়েছে মেন ইন ব্লু। ২ সেপ্টেম্বর থেকে নবম এশিয়া কাপ ট্রফি জয়ের লক্ষ্যে নেমে পড়বে ভারত। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির নজরে শুধুই কি ট্রফি? এশিয়া কাপের খেতাব জয়ের পাশাপাশি একগুচ্ছ রেকর্ড বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য অপেক্ষা করছে। দলের সবচেয়ে সিনিয়র ও দুই তারকা ব্যাটার তাঁরা। রবীন্দ্র জাডেজাও অপেক্ষা করছেন একাধিক রেকর্ড পূরণ করার। এশিয়া কাপের রেকর্ড বুকে চোখ থাকবে শ্রেয়স আইয়ার, শুভমন গিলদেরও। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মহারণ। বিরাট, রোহিত, জাডেজারা কোন কোন মাইলস্টোন গড়তে পারবেন তার বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রোহিত শর্মা : আগামী দুই থেকে তিনটে মাস রোহিত শর্মার জন্য খুব গুরুত্বপূর্ণ। পরপর বড় ইভেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তাঁর উপরে। ওডিআই ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটারের ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁতে লাগবে ১৬৩ রান। বর্তমানে ওডিআইতে রোহিতের রান সংখ্যা ২৪৪টি ম্যাচে ৪৮.৬৯ গড়ে ৯,৮৩৭। ৩০টি সেঞ্চুরি, ৪৮টি হাফ সেঞ্চুরি এবং সেরা স্কোর ২৬৪। ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলস্টোন অপেক্ষা করছে রোহিতের জন্য।
বিরাট কোহলি : রেকর্ড ভাঙাগড়া বিরাট কোহলির কাছে জলভাত। যে ফর্মে তিনি রয়েছেন তাতে এশিয়া কাপে বড়সড় রেকর্ড ভেঙে যেতে পারে। ওডিআইতে ১৩ হাজার রান পূর্ণ হওয়ার সামনে বিরাট। আর মাত্র ১০২ রান করলেই ১৩ হাজার ওডিআই রানের মালিক হয়ে যাবেন তিনি। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়বেন কোহলি। ২৭৫টি ম্যাচে ৫৭.৩২ গড়ে বিরাটের রান সংখ্যা এখন ১২,৮৯৮। ৪৬টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফ সেঞ্চুরি। সর্বাধিক স্কোর ১৮৩। একইসঙ্গে ২৬ হাজার আন্তর্জাতিক রানের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষা করছেন বিরাট। তার জন্য প্রয়োজন ৪১৮ রান।
রবীন্দ্র জাডেজা : দেশের শীর্ষ অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায়। ৩০৮টি ম্যাচের ২৫৩টি ইনিংসে ৩৩.৪৫ গড়ে ৫,৮২১ রান রয়েছে তাঁর। তিনটি সেঞ্চুরি এবং ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে জাড্ডুর। ছয় হাজার রানে পৌঁছতে তার প্রয়োজন ১৭৯ রান।
শ্রেয়স আইয়ার : ২০০০ ওডিআই রানের থেকে ৩৬৯ রান পিছিয়ে শ্রেয়স আইয়ার। ৪২টি ম্যাচে ৪৬.৬০ গড়ে ওডিআইতে তাঁর রানসংখ্যা ১৬৩১। দুটি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।
শুভমন গিল : ২০২২ থেকে ২০২৩ সালের এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে শুভমন গিলের পারফরম্যান্স তাক লাগিয়ে দেয়। বিশেষ করে ওডিআই ফরম্যাটে। ২০০০ রান ছুঁতে গিলের প্রয়োজন ৫৬৩ রান। এশিয়া কাপে কি এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন তিনি?
কুলদীপ যাদব : দারুণ ছন্দে রয়েছেন ভারতের একমাত্র চায়নাম্যান বোলার। ১৫০টি ওডিআই উইকেটের জন্য কুলদীপের আর নয়টি উইকেট প্রয়োজন। ১২৪টি আন্তর্জাতিক ম্যাচে কুলদীপের ২২৭টি উইকেট রয়েছেন। এশিয়া কাপে আড়াইশো আন্তর্জাতিক উইকেটের লক্ষ্য পূরণ করতে পারবেন?