IND vs PAK: ঠিক ২৬৫ দিন পর লাহোরে ২২ গজে ফের ভারত-পাক ম্যাচ, দিনক্ষণ জানাল পিসিবি

Jul 03, 2024 | 5:32 PM

Champions Trophy 2025: নতুন বছরে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে খেলতে যাবে কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। টি-২০ বিশ্বকাপে কয়েকদিন আগেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এ বার দেখার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দল মুখোমুখি হলে কী ফলাফল হয়।

IND vs PAK: ঠিক ২৬৫ দিন পর লাহোরে ২২ গজে ফের ভারত-পাক ম্যাচ, দিনক্ষণ জানাল পিসিবি
IND vs PAK: ঠিক ২৬৫ দিন পর লাহোরে ২২ গজে ফের ভারত-পাক ম্যাচ, দিনক্ষণ জানাল পিসিবি
Image Credit source: AP

Follow Us

কলকাতা: পঁচিশে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যখনই কথা ওঠে একটা প্রশ্ন আসেই। তা হল ভারত কি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে? এ বার পিসিবির পক্ষ থেকে দুই দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর জানানো হল। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের ভেনু ও দিনক্ষণ ঠিক করেছে পিসিবি। লাহোরে হবে ভারত-পাক মেগা ম্যাচ। কবে? ক্যালেন্ডারে মার্ক করুন সেই তারিখ।

পিসিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। সেই দিক থেকে দেখতে হলে দীর্ঘ ২৬৫ দিন পর ২২ গজে ফের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৯ জুন এ বারের টি-২০ বিশ্বকাপে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তাতে ভারতীয় টিম হারায় বাবর আজমের পাকিস্তানকে। এ বছর আর রোহিত-বাবররা মুখোমুখি হওয়ার সম্ভবনা নেই। তাই অপেক্ষা করতে হবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি প্রস্তাবিত সূচি দেওয়া হয়েছে। আইসিসি বোর্ডের এক সিনিয়র সদস্য সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিসিসিআই ওই সূচিতে সম্মতি জানায়নি।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছিল পিসিবি প্রধান মহসিন নকভিকে। সেখানে গিয়ে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের সূচি জমা দিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে ভারতের ম্যাচ লাহোরে রাখা হয়েছে।

আইসিসি বোর্ডের ওই সিনিয়র সদস্য বলেছেন, ‘পিসিবি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি ড্রাফ্ট জমা দিয়েছে। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি। উদ্বোধনী ম্যাচ করাচিতে রাখা হয়েছে। এবং ২টি সেমিফাইনাল করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে। এবং ফাইনাল লাহোরে। ভারতের প্রতিটি ম্যাচই লাহোরে করা হবে (যদি ভারত সেমিফাইনালে ওঠে, সেটিও লাহোরে হবে।’

Next Article