কলকাতা: বিশ্বজয়ের আনন্দে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ভাষা হারিয়েছিলেন। আর এমনটাই স্বাভাবিক। দীর্ঘ ১৭ বছর পর আবার ভারতীয় শিবিরে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ট্রফি এসেছে। তাই ভারতীয় ক্রিকেটারদের সেলিব্রেশন যে ডাবল, ট্রিপল নয়, কয়েকশো গুন বেশি হবে, তা আন্দাজ করাই যাচ্ছিল। বিশ্বকাপ ট্রফি নিয়ে কেউ ঘুমোতে যাচ্ছিলেন, কেউ আবার ওই ট্রফি জড়িয়ে সেলফি তুলছিলেন। বার্বাডোজের মাঠ, ভারতীয় ড্রেসিংরুম থেকে টিম হোটেল সর্বত্রই এমনই ছবি দেখা যাচ্ছিল। যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal) বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছিলেন। তাতে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) যা রিপ্লাই দিয়েছেন, বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।
ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর যশস্বী জয়সওয়াল তাঁর ইন্সটাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে লিখেছেন, ‘শব্দ দিয়ে বলে বোঝাতে পারব না।’ তাঁর এই ক্যাপশন থেকে বোঝাই যাচ্ছে যশস্বী বলতে চেয়েছেন, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে তাঁর অনুভূতি কথায় বলে প্রকাশ করতে পারছেন না। তাতে কী এমন রিপ্লাই দিলেন সূর্যকুমার, যে কমেন্টের বন্যা বয়ে গেল?
আসলে যশস্বীর ওই ইন্সটাগ্রাম পোস্টে সূর্যকুমার যাদব কমেন্ট করেন, ‘Mat kar SOJA ❤️’ (করিস না, ঘুমিয়ে পড়)। স্কাই যে রসিকতা করতেই এমন কমেন্ট করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। এরপর যশস্বীর ওই ইন্সটা পোস্টে কমেন্টের ঝড় উঠেছে। স্কাইয়ের ওই রিপ্লাইয়ে লাইক পড়েছে প্রায় ২ লক্ষর কাছাকাছি। আর যশস্বীর ওই ইন্সটাগ্রাম পোস্টটিতে লাইক পড়েছে প্রায় ২২ লক্ষর মতো।