ICC ODI World Cup 2023: ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের সুর স্টার্কের গলায়

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 17, 2023 | 1:53 PM

Mitchell Starc: হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, টানা জয়ের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া। দুর্দান্ত কামব্যাকে জাত চিনিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ বার ফাইনালে প্রতিপক্ষ ভারত। বিরাটদের মুখোমুখি হওয়ার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন স্টার্ক। তাঁর থেকে জানতে চাওয়া হয়, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন হতে চলেছে?

ICC ODI World Cup 2023: ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের সুর স্টার্কের গলায়
মিচেল স্টার্ক ও টিম ইন্ডিয়া

Follow Us

কতকাতা: সেই ২০০৩ বিশ্বকাপ ফাইনাল! ভোলেনি ভারতবাসী। আবার বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)  ফাইনালে মুখোমুখি ভারত (India)-অস্ট্রেলিয়া (Australia)। কে হাসবে শেষ হাসি দেখার যেন অধীর আগ্রহে অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। মহাযুদ্ধে মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ ভারতকে নিয়ে একাধিক মন্তব্য করলেন অজি তারকা মিচেল স্টার্ক। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, টানা জয়ের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া। দুর্দান্ত কামব্যাকে জাত চিনিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ বার ফাইনালে প্রতিপক্ষ ভারত। বিরাটদের মুখোমুখি হওয়ার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন স্টার্ক। তাঁর থেকে জানতে চাওয়া হয়, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কেমন হতে চলেছে? উত্তরে স্টার্ক বলেন, “আমরা এই জন্যই খেলি। নিজেদের সেরাটা উজার করে দেওয়াটাই আমাদের কাজ। ভারত শুরু থেকেই দুর্দান্ত। দুই দলই নিজেদের প্রমাণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শুরু করেছিলাম ভারতের বিরুদ্ধে, শেষ ম্য়াচও লড়ব এই দলের বিরুদ্ধেই, ভালো লাগছে এটা ভেবে।” চলতি বিশ্বকাপে ভালোই পারফর্ম করেছে ভারতের ওপেনিং জুটি। তাঁদের বিরুদ্ধ ফাইনালে খেলার অভিজ্ঞতা কেমন হতে চলেছে? এই প্রসঙ্গে বলতে গিয়ে অজি তারকাকে বলতে শোনা যায়, “তাঁদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাই খুব একটা সমস্যা হবে না।”

 

ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলার আগে আত্মবিশ্বাস তুঙ্গে অজিদের। ফাইনাল নিয়ে চাপ রয়েছে? এই প্রসঙ্গে অজি তারকা বলেন, “এই দলের সঙ্গে অতীতে আমরা বহু ম্যাচ খেলেছি। চলতি বছরেও ওডিআই সিরিজ খেলেছি আনরা ভারতের বিরুদ্ধে। তাই সবটাই আমাদের জানা। বিশ্বকাপ ফাইনাল বলে কথা! যাকে ঘিরে আলাদা উন্মাদনা সকলের মধ্যে। আর এরকম মেগা ম্যাচে চাপ তো থাকবেই। কিন্তু তা সামলে দেওয়ার জন্য সবরকমভাবে তৈরি দল।”

Next Article